For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধেয়ে আসছে ইরমা, মহাকাশ থেকে তোলা ছবিতেই ক্ষমতা বোঝাচ্ছে এই ঘূর্ণিঝড়

ঘূর্ণিঝড় ইরমা এতটাই শক্তিশালী যে আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকেও দেখা যাচ্ছে, অ্যাটলান্টিক মহাসাগরের ওপর সৃষ্ট সবথেকে বেশি শক্তিশালী ঘূর্ণিঝড় ইরমা

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

ঘূর্ণিঝড় হার্ভের ধ্বংসলীলা থেকে এখনও পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি আমেরিকা। এরইমধ্যে ফ্লোরিডায় আছড়ে পড়তে চলেছে অত্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড় ইরমা। ক্যাটেগরি ফাইভের এই ঘূর্ণিঝড় অ্যাটলান্টিক মহাসাগরের ওপর সৃষ্ট সবথেকে বেশি শক্তিশালী বলেই জানাচ্ছে মার্কিন আবহাওয়া দফতর। এই ঘূর্ণিঝড় এতটাই শক্তিশালী যে আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকেও দেখা যাচ্ছে।

ধেয়ে আসছে ইরমা, মহাকাশ থেকে তোলা ছবিতেই ক্ষমতা বোঝাচ্ছে এই ঘূর্ণিঝড়

মহাকাশ থেকে তোলা এই ছবিকে এককথায় 'ভয়ঙ্কর সুন্দর' বলা যেতেই পারে। আর এই ছবিই সাধারণ মানুষের আতঙ্ক বাড়িয়ে তোলার পক্ষে যথেষ্ঠ। ছবিটি তুলে অবাক হয়ে গিয়েছেন আন্তর্জাতিক স্পেস স্টেশনের মহাকাশচারীরাও। কারণ এত বিপুল ক্ষমতাশালী ঘূর্ণিঝড় সচরাচর দেখা যায় না। ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড় সবচেয়ে শক্তিশালীর তকমা পেয়ে গিয়েছে।

ধেয়ে আসছে ইরমা, মহাকাশ থেকে তোলা ছবিতেই ক্ষমতা বোঝাচ্ছে এই ঘূর্ণিঝড়

গত ২৪ ঘণ্টার বেশি সময় ধরে এই ঘূর্ণিঝড় প্রায় ১৮৫ মাইল বা ৩০০ কিমি প্রতি ঘন্টার গতি ধরে রেখেছে। শনিবার রাতে বা রবিবার সকালেই এই ঘূর্ণিঝড় ফ্লোরিডার ওপর আছড়ে পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। এই গতিবেগে যদি ইরমা আছড়ে পড়ে তাহলে ফ্লোরিডা একেবারে ধুয়ে- মুছে যেতে পারে আশঙ্কা করা হচ্ছে।

ধেয়ে আসছে ইরমা, মহাকাশ থেকে তোলা ছবিতেই ক্ষমতা বোঝাচ্ছে এই ঘূর্ণিঝড়

ইতিমধ্যেই দক্ষিণ ফ্লোরিডা ছাড়তে বলা হয়েছে প্রায় ৫ লক্ষ মানুষকে। যার জেরে ফ্লোরিডার হাইওয়েগুলিতে ব্যাপক যানজট তৈরি হয়েছে। এদিকে সাধারণ মানুষকে সাবধানে ও নিরাপদে থাকার আর্জি জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইট বার্তায় তিনি জানিয়েছেন, আমেরিকায় প্রচুর দক্ষ ও সাহসী মানুষ রয়েছেন যাঁরা এই বিপদ মোকাবিলায় এখন থেকেই প্রস্তুত।

[আরও পড়ুন: ক্যারিবিয়ান দ্বীপ তছনছ করে আমেরিকায় আছড়ে পড়তে চলেছে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ইরমা][আরও পড়ুন: ক্যারিবিয়ান দ্বীপ তছনছ করে আমেরিকায় আছড়ে পড়তে চলেছে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ইরমা]

অপরদিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে, মার্কিন সেনা ও বায়ুসেনাকেও। ইরমার গতিই তাকে আর পাঁচটা ঘূর্ণিঝড়ের থেকে আলাদা করে দিয়েছে। আপাতত আশঙ্কায় প্রহর গুনছে মার্কিন মুলুক।

English summary
Most powerful Hurricane over Atlantic can be seen from International space station too, pictures taken from space are simply stunning.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X