For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মসজিদে টাঙাতে হবে জাতীয় পতাকা, কোথায় জারি হল এমন ফরমান

জাতীয়তাবাদ যাতে আরও বেশি করে প্রকট হয় ,তাই মসজিদে টাঙাতে হবে জাতীয় পতাকা।না! এই ফরমান এদেশের নয়। ফরমান জারি হয়েছে চিনে।

  • |
Google Oneindia Bengali News

জাতীয়তাবাদ যাতে আরও বেশি করে প্রকট হয় ,তাই মসজিদে টাঙাতে হবে জাতীয় পতাকা।না! এই ফরমান এদেশের নয়। ফরমান জারি হয়েছে চিনে। চিন সরকার অনুমোদিত 'চায়না ইসলামিক অ্যাসোসিয়েশন'-এর তরফে এই ঘোষণা করা হয়েছে।

মসজিদে টাঙাতে হবে জাতীয় পতাকা, কোথায় জারি হল এমন ফরমান

অ্যাসোসিয়শন সেদেশে সমস্ত ইসলামধর্মী মৌলবীদের একটি নির্দেশ পাঠিয়েছে। যাতে লেখা রয়েছে, চিনের জাতীয় পতাকা দেশের সমস্ত মসজিদে টাঙাতে হবে। আর এমন জায়গায় টাঙাতে হবে, যেখান থেকে সকলেই তা দেখতে পান। এর ফলে দেশে জাতীয়তাবোধ বাড়বে বলে আশা প্রকাশ করা হয়েছে। জাতীয় পতাকা টাঙানো ইস্যুতেই দেশের ৫ জায়গায় প্রচার চালানো হচ্ছে। বেজিং, নিনজিয়া, ঘানসু, কুইংঘাই, জিংজিয়াং এলাকাতে চলছে জোরদার প্রতার।

মসজিদে টাঙাতে হবে জাতীয় পতাকা, কোথায় জারি হল এমন ফরমান

এদিকে, বিশ্বের বাকি দেশের মতোই চিনের মুসলিম সম্প্রদায়ের মানুষ এই সময়ে রামজান পালন করছেন। আর তারই মধ্যে এরকম একটি ফরমান আসায় অনেকেই অবাক হয়েছেন। তবে , 'চায়না ইসলামিক অ্যাসোসিয়েশন'-এর দাবি এতে দেশের ইসলাম ধর্মাবলম্বীদের মধ্য়ে দেশাত্মবোধ জন্মাবে। এছাড়াও অ্যাসোসিয়েশন মে করছে জাতীয় পাতাকা নিয়ে নয়া নির্দেশ আরও বেশি করে দেসের মানুষের মধ্যে চিনের সংস্কৃতিকে উস্কে দেবে।

English summary
mosques to raise national flag, promote patriotism, new order in China
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X