For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে নিহত অন্তত ৬০, নেপথ্যে কি বোকো হারাম

নাইজেরিয়ায় উত্তর-পূর্ব অংশে বাজার এলাকায় আত্মঘাতী বিস্ফোরণ ঘটাল জঙ্গিরা। এই হামলায় অন্তত ৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

নাইজেরিয়ায় উত্তর-পূর্ব অংশে বাজার এলাকায় আত্মঘাতী বিস্ফোরণ ঘটাল জঙ্গিরা। এই হামলায় অন্তত ৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ইসলামিক জঙ্গিদের বিরুদ্ধে লড়তে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আহ্বান জানানোর পরই এই হামলা ঘটানো হয়েছে। হামলার ধরন দেখে মনে করা হচ্ছে এই ঘটনা আফ্রিকার জঙ্গি সংগঠন বোকো হারামের কাজ।

নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে নিহত অন্তত ৬০

নাইজেরিয়ার ন্যাশনাল এমার্জেন্সি ম্যানেজমেন্ট ইউনিট জানিয়েছে, পুলিশ ও রেড ক্রস উদ্ধারকার্যে হাত লাগিয়েছে। ৫৬ জন আহতকে উদ্ধার করে শুশ্রষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের সংখ্যা অন্য সূত্র থেকে আরও বেশি বলে জানা গিয়েছে।

এমনকী স্থানীয়রা আত্মঘাতী হামলায় মৃতের সংখ্যাও অনেক বেশি বলে দাবি করছেন। একজন বলছেন অন্তত ৬৮ জনের দেহ তিনি নিয়ে যেতে দেখেছেন। আর একজন বলছেন অন্তত ৭৩ জনের জন্য কবর খোঁড়া হয়েছে। এর বাইরেও আরও অনেক অজ্ঞাত পরিচয় লাশ রয়েছে।

নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে নিহত অন্তত ৬০, নেপথ্যে কি বোকো হারাম

২০০৯ সাল থেকে বোকো হারামের অত্যাচার ও একের পর এক হামলায় অন্তত ২০ হাজার মানুষ নাইজেরিয়ায় মারা গিয়েছেন। নাইজেরিয়ায় উত্তর-পূর্ব অংশ বারবার হামলার শিকার হয়েছে। এর আগে ২০১২ সালে সবচেয়ে বেশি ৪০ জন বোকো হারামের হামলায় মারা গিয়েছিল। এদিন সেই সংখ্যাটা দ্বিগুণ হয়ে গেল একটি হামলাতেই।

English summary
More than 60 dead in suicide bomb attack in Nigeria
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X