For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা সংক্রমণে জেরবার বাংলাদেশের চিকিৎসরাই! সাধারণ মানুষকে বাঁচাবেন কারা?

Google Oneindia Bengali News

করোনার জেরে জেরবার গোটা বিশ্ব। একই পরিস্থিতির সম্মুখীন ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশও। সেখানেও করোনা প্রকোপের জেরে ক্রমেই পরিস্থিতি খারাপ হচ্ছে। সে দেশে ভয়ঙ্করভাবে বেড়ে গিয়েছে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা। ইতিমধ্যে বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪ হাজারের গণ্ডি। মৃত ১২৭ জন। প্রায় প্রতিদিনই নতুন করে ১০০ জনের উপর আক্রান্ত হচ্ছে সেই দেশে।

২০০-র বেশি চিকিৎসক করোনায় আক্রান্ত বাংলাদেশে

২০০-র বেশি চিকিৎসক করোনায় আক্রান্ত বাংলাদেশে

এই পরিস্থিতিতে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া চিকিৎসকের সংখ্যা ইতোমধ্যে ২০০ ছাড়িয়েছে বলে জানাল সেদেশের চিকিৎসকদের সংগঠন। শুধুমাত্র ঢাকাতেই করোনা আক্রান্ত চিকিৎসকের সংখ্যা ১২৮ বলে যানা গিয়েছে। এছাড়া করোনা আক্রান্ত হয়েছেন ৬৬ জন নার্স সহ অন্যান্য ১৫২ জন স্বাস্থ্যকর্মী।

কোয়ারেন্টাইনে প্রায় ৫০০ স্বাস্থ্যকর্মী

কোয়ারেন্টাইনে প্রায় ৫০০ স্বাস্থ্যকর্মী

এছাড়াও আক্রান্ত সহকর্মী কিংবা রোগীর সংস্পর্শে আসায় ৪০০ জনের বেশি চিকিৎসক এই মুহূর্তে কোয়ারেন্টাইনে রয়েছেন। অন্তত ৮০ জন নার্সসহ ৩০০ জনের বেশি স্বাস্থ্যকর্মীও রয়েছেন কোয়ারেন্টাইনে। এই পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনে কীভাবে চিকিৎসা করা সম্ভব হবে, তা নিয়ে বেশ চিন্তিত সেদেশের ডাক্তারদের সংগঠন।

ঢাকা ছাড়া বাংলাদেশের অন্য জায়গাতেও আক্রান্ত ডাক্তাররা

ঢাকা ছাড়া বাংলাদেশের অন্য জায়গাতেও আক্রান্ত ডাক্তাররা

এদিকে ঢাকা ছাড়া সেদেশের ময়মনসিংহ বিভাগে সরকারি হাসপাতালগুলিতে ৭ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, বরিশাল বিভাগে ৬ জন, রংপুর বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে একজন চিকিৎসক আক্রান্ত হয়েছেন করোনা সংক্রমণে।

কী কারণে সংক্রমিত হচ্ছেন ডাক্তাররা?

কী কারণে সংক্রমিত হচ্ছেন ডাক্তাররা?

এত সংখ্যক চিকিৎসকদের সংক্রমিত হওয়ার কারণ হিসাবে উঠে আসছে সেদেশে মানসম্মত পিপিইর অভাব। এছাড়া রোগীরা হাসপাতালে এসে তথ্য গোপন করছেন বলেও এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করা হচ্ছে।

English summary
more than 200 doctors infected by coronavirus in bangladesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X