For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নোবেল শান্তি পুরস্কার পেতে পারেন মহম্মদ জুবেইর এবং প্রতীক সিনহা

Google Oneindia Bengali News

ফ্যাক্ট-চেক খবরের ওয়েবসাইট 'অল্ট নিউজ'-এর দুই প্রতিষ্ঠাতা মহম্মদ জুবেইর এবং প্রতীক সিনহা ২০২২ সালে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার লড়াইয়ে আছেন। সূত্রের দাবি এমনটাই।

সম্ভাব্য নোবেল

সম্ভাব্য নোবেল

ভারতের এই দুই সাংবাদিক এবারের সম্ভাব্য নোবেল প্রাপকদের মধ্যে রয়েছেন । নরওয়ের 'পিস রিসার্চ ইনস্টিটিউট অসলো' প্রতি বছরই ঘোষণা করা হয় নোবেল শান্তি বিজয়ীর নাম। বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান অবস্থিত। নরওয়ের আইনসভার সদস্যদের তরফে আজকের জুবেইর বলেছে যে এবং সিন্হা যে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার লড়াইতে আছেন, সে খবর পাওয়া গিয়েছে।

৩৪৩টি নাম

৩৪৩টি নাম

প্রায় ৩৪৩টি নাম নোবেল শান্তি পুরস্কার পাওয়ার লড়াইয়ে রয়েছে এ বছর ব্যক্তি এবং প্রতিষ্ঠান মিলিয়ে । অবশ্য কখনও সম্ভাব্য নোবেল প্রাপকদের নাম প্রকাশ্যে আনা হয় না। এ বছর নোবেল শান্তি পুরস্কার পাবার তালিকায় রয়েছেন ঘোষক ডেভিড অ্যাটেনবরো, পরিবেশ আন্দোলনকারী সাড়া ফেলে দেওয়া গ্রেটা থুনবার্গ, পোপ ফ্রান্সিস, টুভালুর বিদেশমন্ত্রী সাইমন কোফে, এনমকি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কিও। নোবেল শান্তি পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করা হবে ৭ অক্টোবর নরওয়ের স্থানীয় সময় সকাল ১১টায়।

ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে

ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে

ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট অল্ট নিউজের মালিককে গ্রেফতার করল পুলিশ। সোমবার মহম্মদ জুবের নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। টুইটারে এক ব্যক্তি দিল্লি পুলিশকে ট্যাগ করে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন।

তার ভিত্তিতেই আজ সোমবার গ্রেফতার করা হয়েছে অল্ট নিউজের মালিককে। যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ১৫৩ ও ২৯৫ এ ধারায় অভিযোগ আনা হয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে। দিল্লি পুলিশের IFSO (Intelligence Fusion & Strategic Operations) শাখা তাঁকে গ্রেফতার করেছে। সোমবার সকালে মহম্মদ জুবেরকে তলব করা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। পরে তাঁকে গ্রেফতার করা হয়।

পুলিশ কী বলছে?

পুলিশ কী বলছে?

পুলিশের তরফে জানানো হয়েছে, সোমবার স্পেশাল সেলের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল মহম্মদ জুবেরকে। তাঁর বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ থাকায় গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে। এমনটাই জানা যাচ্ছে। যদি পরে তাঁকে আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে তাঁকে হেফাজতে নিতে চেয়েছে পুলিশ। বেশ কিছু প্রশ্নের উত্তর জুবেরের কাছ থেকে পেতে চান তদন্তকারীরা। আর সেই কারণেই এহেন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। অল্ট নিউজের কো-ফাউন্ডার প্রতীক সিনহা টুইটে জানিয়েছেন, বারবার চাওয়া সত্ত্বেও কোনও এফআইআরের কপি দিচ্ছে না পুলিশ। পাশাপাশি তাঁর অভিযোগ, নিয়ম মাফিক যে নোটিস দেওয়া হয়, সেটাও দেওয়া হয়নি।

English summary
two Indian in noble peace prize list
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X