For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাবুলে অপহৃত জুডিথকে ফেরাতে আফগান রাষ্ট্রপতির কাছে অনুরোধ মোদীজির

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৫ মে : আফগানিস্তানের কাবুলে অপহৃত কলকাতার বাসিন্দা তথা স্বেচ্ছ্বাসেবি সংস্থার কর্মী জুডিথ ডিসুজাকে ফেরাতে আফগান রাষ্ট্রপতি আসরফ গনির কাছে অনুরোধ জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সম্প্রতি হয়ে যাওয়া এসসিও সামিটে আফগান রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ হয় ভারতের প্রধানমন্ত্রীর। সেখানে বৈঠক ও কুশল বিনিময়ের পরই জুডিথের অপহরণের বিষয়টি সরাসরি জানিয়ে তাঁর সরাসরি হস্তক্ষেপ দাবি করেন তিনি।

কাবুলে অপহৃত জুডিথকে ফেরাতে আসরফ গনির কাছে অনুরোধ মোদীজির

পরে এই বিষয়টি প্রধানমন্ত্রীর দফতরের তরফে স্যোশাল নেটওয়ার্কিং সাইটে জানিয়েও দেওয়া হয়েছে। জুডিথকে খুঁজে পেয়ে তাঁর পরিবারের হাতে যাতে ফিরিয়ে দিতে দ্রুত ব্যবস্থা নেয় আসরফ গনির সরকার তা সুনিশ্চিত করতে অনুরোধ করেছেন নরেন্দ্র মোদী। পাশাপাশি জুডিথের পরিবারের পাশেও যে রয়েছে কেন্দ্র তা ফের একবার স্পষ্ট করে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত গত ৯ জুন থেকে কোনও খোঁজ নেই জুডিথ ডিসুজার। আফগানিস্তানের কাবুলে স্বেচ্ছাসেবি সংগঠনের হয়ে নারী কল্যাণের নানা কাজ করতেন জুডিথ। গত ১৫ বছর ধরে তিনি এই কাজে যুক্ত ছিলেন।

জুডিথ ছাড়াও একজন নিরাপত্তারক্ষী ও গাড়ির চালককে অপহরণের খবর জানিয়ে আফগান দূতাবাস থেকে ফোন যায় কলকাতায় জুডিথের পরিবারের কাছে। এরপরই তৎপর হন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

জুডিথকে দেশে ফেরাতে বিদেশমন্ত্রী তৎপরতা দেখান। আফগানিস্তানে ভারতীয় দূতাবাসের মাধ্যমে আফগান সরকারের সহযোগিতা চেয়ে খোঁজ শুরু হয়। তবে সব প্রচেষ্টা সত্ত্বেও এখনও খোঁজ মেলেনি জুডিথের। এখন দেখার প্রধানমন্ত্রীর তৎপরতায় স্বস্তি ফেরে কিনা জুডিথের পরিবারে।

English summary
PM Modi request Afghan President to expedite efforts to rescue Kolkata's social worker Judith D'Souza
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X