For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চাপের মুখে মোদী সরকার! কৃষি আইন নিয়ে ঝড় উঠতে চলেছে ব্রিটিশ সংসদে, বসতে চলেছে বিতর্ক সভা

  • |
Google Oneindia Bengali News

ইতিমধ্যেই ১০০ দিন পার করে ফেলেছে দিল্লির কৃষক আন্দোলন। এখনও নয়া তিনটি কৃষি বিল বাতিলের দাবিতে অনড় প্রতিবাদী কৃষকরা। অন্যদিকে জেদ ধরে বসে রয়েছে কেন্দ্রও। আইন যে বাতিল করা হবে না সেই বার্তাও একাধিকবার দিয়েছেন কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা। এদিকে বিশ্বখ্যাত পরিবেশবিদ গ্রেট থানবার্গা, মার্কিন উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসের ভাইঝি মিনা হ্যারিসের পোস্টের কারণে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলেও চর্চা শুরু হয়েছে কৃষক আন্দোলন নিয়ে। এবারই এই কৃষি আইনই ঝড় উঠল ব্রিটেনের সংসদে।

কৃষি আইন নিয়ে ঝড় উঠতে চলেছে ব্রিটেনের সংসদে, ই-পিটিশনে সই করলেন ১ লক্ষের বেশি মানুষ

এদিক এর আগেও মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের বেশ কয়েকজন জনপ্রতিনিধিও আন্দোলনকারী কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছেন। যা নিয়ে তুমুল শোরগোল শুরু হয় আন্তর্জাতিক আঙিনা। এমতাবস্থায় এবার কৃষি আইন নিয়ে জোরদার বিতর্ক শুরু হতে চলেছে ব্রিটেনের সংসদে। সূত্রের খবর, ভারতে সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও কৃষক আন্দোলন নিয়ে সংসদ হলে বিতর্কের দাবি উঠছিল দীর্ঘদিন থেকে। অবশেষে দেশের রীতি মেনে এই বিষয়ে জনমত গ্রহণও শুরু হয়। আর সেই পিটিশনেই ব্রিটেনের সংসদে কৃষি আইনন নিয়ে বিতর্কের পক্ষে সই কই করেছেন ১ লক্ষ ৬ হাজারের বেশি মানুষ।

মূলত অনলাইনেই পিটিশনে সই সংগ্রহ অভিযানে নামা হয় বলে জানা যাচ্ছে। গত কয়েকদিন ধরেই চলছিল এই প্রক্রিয়া। সূত্রের খবর, আগামী ৮ মার্চ ব্রিটেনের সময় বিকেল সাড়ে চারটে নাগাদ ব্রিটেনের সংসজে ওয়েস্ট মিনিস্টার হলে এই বিতর্কসভা বসত চলেছে বলে জানা যাচ্ছে। ব্রিটিশ পার্লামেন্টের পিটিশনস কমিটির পক্ষ থেকেই এই বিতর্কসভার আয়োজন করা হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে এই ই-পিটিশনে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনশনও স্বাক্ষর করেন বলে শোনা যায়। যদিও ওয়েস্ট লন্ডন কনজারভেটিভ পার্টির সদস্যরা একথা অস্বীকার করেছেন। এদিকে ভারত সরকার যখন কৃষি আইনের পক্ষে সংসদে আলোচনায় নারাজ তখন ব্রিটেন সরকারের এই পদক্ষেপে যে মোদীর উপর বেশ খানিকটা চাপ বাড়বে তা বলাই বাহুল্য।

English summary
British Parliament is going to have a storm with the agricultural law. More than 1 lakh people signed the e-petition
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X