For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শত্রুতা ভুলে করোনা মোকাবিলায় ইমরানের পাশে মোদী, পাকিস্তানকে টিকা সরবরাহের পথে ভারত

শুত্রুতা ভুলে করোনা মোকাবিলায় ইমরানের পাশে মোদী, পাকিস্তানকে টিকা সরবরাহের পথে ভারত

  • |
Google Oneindia Bengali News

সরাসরি ভারতের থেকে কোভিড প্রতিষেধক পেতে চলেছে প্রতিবেশী দেশ পাকিস্তান! মঙ্গলবার এমনই তথ্য পাওয়া গেল ভারতীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে। হু-এর কোভ্যাক্স ফেসিলিটির আওতায় ভারতে উৎপাদিত ভ্যাকসিন সরাসরি পাবে পাকিস্তান। জানা যাচ্ছে, অমূল্য ডোজ সরবরাহের মাধ্যম নির্ধারণ করার ক্ষেত্রে এবং অন্যান্য সরকারি জটিলতা কাটানোর আশায় এখনও অপেক্ষা করছে দুই দেশ।

এখনও পর্যন্ত ৬৫টি দেশে ভারতের ভ্যাকসিন সরবরাহ

এখনও পর্যন্ত ৬৫টি দেশে ভারতের ভ্যাকসিন সরবরাহ

পাকিস্তান সূত্রে খবর, গত জানুয়ারিতে কোভিড ভ্যাকসিন হিসেবে ইমরান সরকার সিলমোহর দেয় অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার ভ্যাকসিনকে। এখনও পর্যন্ত কোভ্যাক্স ফেসিলিটি, বিনামূল্যে এবং নির্দিষ্ট মূল্যে প্রায় ৬৫টি দেশে ভ্যাকসিন পৌঁছে দিয়েছে ভারত। এখনও পর্যন্ত কোভ্যাক্স-এর আওতায় ১৬৩ লক্ষ ডোজ, বিনামূল্যে ৭৭ লক্ষ এবং বিভিন্ন দেশে ৩৩৮ লক্ষ ডোজ বিক্রি করেছে ভারত, দেশের বিদেশমন্ত্রক সূত্রে খবর এমনটাই। এর মধ্যে বাংলাদেশই পেয়েছে প্রায় ৯০ লক্ষ ডোজ!

 ১৯০টি দেশের ২০% মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন

১৯০টি দেশের ২০% মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন

গত বছরের এপ্রিলে হু-এর তত্ত্বাবধানে কয়েকটি আন্তর্জাতিক ভ্যাকসিন সংস্থার যৌথ উদ্যোগে তৈরি হয় 'কোভ্যাক্স ফেসিলিটি'। কোভ্যাক্সের আওতায় ১৯০টি দেশের প্রায় ২০% মানুষকে নিখরচায় প্রতিষেধক দেওয়ার অঙ্গীকার করা হয়। সূত্রের খবর, ভারতে ভ্যাকসিন উৎপাদক একটি সংস্থা গত মাসে ইসলামাবাদের সঙ্গে ডোজ সরবরাহের বিষয়ে যোগাযোগ করে। সূত্রের খবর, ২০১৯ থেকে যেভাবে ভারত-পাকিস্তান সম্পর্কের অবনমন ঘটেছে, তাতে ভ্যাকসিন সরবরাহের ক্ষেত্রেও দ্বিপার্শ্বিক যোগাযোগের রাস্তাতেই হাঁটবে দিল্লি।

পুলাওয়ামা হানার পর থেকেই বন্ধ ভারত-পাকিস্তান বাণিজ্য

পুলাওয়ামা হানার পর থেকেই বন্ধ ভারত-পাকিস্তান বাণিজ্য

বিদেশমন্ত্রক সূত্রে খবর, ২০১৯-এর ফেব্রুয়ারিতে পুলাওয়ামায় জঙ্গিহানার পর থেকেই বন্ধ হয়ে যায় ভারত-পাকিস্তান দ্বিপার্শ্বিক বাণিজ্যের পথ। এহেন পরিস্থিতিতে ভারতের সকল নাগরিককে ডোজ না দিয়েই ভ্যাকসিন রপ্তানির বিষয়ে বারংবার প্রশ্ন উঠছে রাজ্য-রাজনীতিতে। যদিও প্রতিষেধক যে বেশ প্রতুল, সে বিষয়ে রাজ্যগুলির কাছে সম্প্রতি বার্তা পাঠিয়েছে কেন্দ্র। প্রধানমন্ত্রীর প্রধান কার্যনির্বাহী সচিব পি কে মিশ্রার তত্ত্বাবধানে ঠিক হয় আগামী তিনমাসের কোভিড টিকাকরণের কার্যক্রম, জানাচ্ছে কেন্দ্রীয় সূত্র।

সোমবার রেকর্ড টিকাকরণ ভারতে

সোমবার রেকর্ড টিকাকরণ ভারতে

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, সোমবার ভারতে রেকর্ড ২০ লক্ষ টিকাকরণ হয়েছে। এখনও পর্যন্ত ভারতে টিকা পেয়েছেন প্রায় ২.৪০ কোটি নাগরিক। পাশাপাশি রাজ্য সহ সকল নাগরিকদের টিকা নেওয়ার জন্য আহ্বান জানান হয়েছে কেন্দ্রের তরফে। অনলাইন পোর্টাল মারফত নাগরিকদের নাম নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। অন্যদিকে টিকাকরণের গতিবেগ সর্বাধিক করার লক্ষ্যে সরকারি সহ সকল বেসরকারি স্বাস্থ্যক্ষেত্রকে একজোট করার নির্দেশ দিয়েছে মোদি সরকার।

আম্বানি বোমাতঙ্ক কাণ্ডে চুরি যাওয়া এসইউভি মুম্বই পুলিশের কাছে ছিল, দাবি মৃত গাড়ি মালিকের স্ত্রীরআম্বানি বোমাতঙ্ক কাণ্ডে চুরি যাওয়া এসইউভি মুম্বই পুলিশের কাছে ছিল, দাবি মৃত গাড়ি মালিকের স্ত্রীর

English summary
Forget the enmity, the message of friendship! Pakistan is going to get vaccine from India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X