For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়ার মাটিতে ছুটল 'মোদী এক্সপ্রেস', স্বাগত হর্ষধ্বনিতে

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

মোদী
নয়াদিল্লি ও মেলবোর্ন, ১৭ নভেম্বর: মোদী মোদী!

নরেন্দ্র মোদীকে ঘিরে যেমন আবেগ দেখা যায় ভারতে, তেমনটা দেখল অস্ট্রেলিয়াও। শুধু অনাবাসী ভারতীয়রাই নয়, অস্ট্রেলিয়ার কিছু নাগরিকও গা ভাসালেন সেই স্রোতে। আর অস্ট্রেলিয়া প্রশাসনও তাঁকে নিয়ে এতটা উচ্ছ্বসিত যে, আস্ত একটা ট্রেন চালু করে দিল। 'মোদী এক্সপ্রেস' ছুটল মেলবোর্ন থেকে সিডনি। বিনামূল্যে সেখানে মিলল দুই জনপ্রিয় গুজরাতি খাবার, ধোকলা আর খাকড়া।

গতকাল রাত আটটা। মেলবোর্নের সাদার্ন ক্রস স্টেশন ছেড়ে গড়াল মোদী এক্সপ্রেস। স্টেশনে তখন কাতারে-কাতারে লোক। ভারতীয়, শ্বেতাঙ্গ মিলেমিশে একাকার। তাঁদের হাতে তেরঙ্গা, মাথায় 'মোদী' লেখা টুপি, মুখে মোদী-মুখোশ। এই ট্রেন চালানোর ক্ষেত্রে যারা অস্ট্রেলিয়া সরকারকে অনুরোধ করেছিল প্রথম, সেই 'ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপি' সংগঠনটির প্রতিনিধিরাই গোটা ট্রেন রাঙিয়ে দিয়েছেন গেরুয়া-সাদা-সবুজ বেলুনে। হাতে পোস্টার, 'উই লাভ শ্রী নরেন্দ্র মোদী'।

সিডনি যাওয়ার পথে যে যে স্টেশনে ট্রেন থেমেছে, উঠেছে হর্ষধ্বনি। ট্রেনে নরেন্দ্র মোদী সওয়ার হননি, তাতেই এই! তা হলে তিনি চেপে বসলে কী হত, এই নিয়ে চলেছে জল্পনা। প্রসঙ্গত, সিডনিতে একটি সভা করবেন প্রধানমন্ত্রী। তাই মেলবোর্ন থেকে অনেকে এই ট্রেনে উঠে পড়লেন। নিঃসন্দেহে সাক্ষী রইলেন এক বিরল অভিজ্ঞতার।

প্রসঙ্গত, এর আগে কোনও বিদেশি রাষ্ট্রের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর নামে ট্রেনের নামকরণ হয়নি অস্ট্রেলিয়ায়। ভারতীয় প্রধানমন্ত্রী তো দূরের কথা। সুতরাং, নরেন্দ্র মোদী ইতিহাস গড়লেন, সন্দেহ নেই।

English summary
Modi Express starts its journey from Melbourne, creates histroy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X