For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইরান-আফগান সীমান্তে আচমকা গুলির লড়াই, আলোচনায় বসল দু'পক্ষ

  • By
  • |
Google Oneindia Bengali News

ইরানের সেনা এবং তালিবান সেনার মধ্যে আফগানিস্তান-ইরান সীমান্তে সংঘর্ষ খবর সামনে এসেছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কারওর প্রাণহানি হয়নি। কোনও এক ভুল বোঝাবুঝির কারণে এমন ঘটনা ঘটেছে বলে আপাতভাবে জানানো হয়েছে। বুধবার একাধিক সংঘর্ষের ভিডিও সামনে আসে। যেখানে দেখা যায় যে তালিবান সেনা সীমান্ত এলাকায় জড়ো হচ্ছে। গোলাগুলির আওয়াজও শোনা গিয়েছিল। তারপরই ইরানের সেনাও পাল্টা ফায়ারিং করেছে বলে জানা গিয়েছে।

ইরান-আফগান সীমান্তে আচমকা গুলির লড়াই, আলোচনায় বসল দুপক্ষ

এই ঘটনা ঘটেছে সীমান্ত এলাকার গ্রাম শাঘালকে। এমনটাই জানিয়েছে ইরানের নিউজ এজেন্সি। সীমান্ত এলাকায় ইরানের দিকে পাঁচিল ঘেরা এলাকা রয়েছে। যাতে আফগানিস্তান থেকে সে দেশে চোরাচালান আটকানো যায়। সেটা ঠেকাতেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হয়েছিল। তবে ঘটনা হল, যখন কিছু কৃষক ইরানের দিকে পাঁচিল ঘেরা এলাকার পাশ দিয়ে যাচ্ছিলেন সে সময়ে তালিবানি সেনা তাদের ওপর বিনা প্ররোচনায় গুলি চালায়। তার কারণ তারা মনে করেছিল, এই এলাকায় অবৈধ অনুপ্রবেশ হয়েছে। সেই ঘটনাটা ইরানের সেনার কানে গেলে তারা পাল্টা গুলি চালায়।

কিছুক্ষণ দুই পক্ষের লড়াই চলার পর ভুল বোঝাবুঝির অবসান ঘটেছে বলে জানা গিয়েছে। এবং আফগানিস্তানের প্রশাসন এই ঘটনা নিয়ে আলোচনায় বসেছে। ভুল বোঝাবুঝি যে হয়েছে সেই ব্যাপারে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিবৃতি দিয়েছেন। তবে এই ঘটনায় কারও প্রাণহানি হয়নি বলেও জানা গেছে। আপাতত সীমান্ত এলাকা শান্ত রয়েছে।

English summary
misunderstanding leads to conflict between Iran and Taliban soldiers in Afghanistan-Iran border
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X