For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রেমিকার খোঁজে কাঁটাতাঁর পেরিয়ে পাকিস্তানে গিয়ে তিনবছর ধরে বন্দি ভারতীয় তরুণ

  • |
Google Oneindia Bengali News

মুম্বই, ১৫ জানুয়ারি : ২০১২ সালের ১০ নভেম্বর থেকে নিখোঁজ মুম্বইয়ের বাসিন্দা হামিদ এন আনসারি (২৭)। তাঁকে খুঁজে পেতে কোনও কসুর করেননি তাঁর বৃদ্ধ বাবা-মা। তবে কিছুতেই কোনও খোঁজ মেলেনি হামিদের। [পাকিস্তানে ১৩ বছর আটকে ভারতীয় মেয়ে, প্রয়োজন একজন 'বজরঙ্গী ভাইজান'-এর]

তবে অবশেষে জানা গিয়েছে, প্রতিবেশী পাকিস্তানের সেনার হাতে তিনবছর ধরে বন্দি রয়েছে নেহাল আনসারির ছেলে হামিদ। এমনটাই জানা গিয়েছে 'পাকিস্তান ইন্ডিয়া পিপলস ফোরাম ফর পিস অ্যান্ড ডেমোক্র্যাসি'-র তরফে। তবে কীভাবে হামিদকে ফেরত আনা যাবে তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

প্রেমিকার খোঁজে পাকিস্তানে গিয়ে তিনবছর ধরে বন্দি ভারতীয় তরুণ

কিন্তু কেন? কীভাবেই বা পাকিস্তানে গেল হামিদ? জানা গিয়েছে, আন্ধেরি পশ্চিমের বাসিন্দা হামিদ আফগানিস্তান সীমান্ত পেরিয়ে অবৈধভাবে পাকিস্তানে ঢুকে পড়ে।

কারণ স্যোশাল মিডিয়ায় পাকিস্তানের কোহাটের বাসিন্দা একটি মেয়ের সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়েছিল। তবে তা ভালোবাসা পর্যন্ত গড়ায়। তবে সেসব জানাজানির পরই মেয়েটির বাবা তাঁকে বিয়ে দিয়ে দিতে চান।

একথা জানতে পেরেই প্রেমিকাকে নিজের কাছে পেতে আফগান সীমান্ত দিয়ে অবৈধভাবে পাকিস্তানে প্রবেশ করে হামিদ। একথা সে বাড়িতে জানায়নি। ফলে হামিদ যে পাকিস্তানে যেতে পারে তা কেউ ভাবনার মধ্যেও আনেননি।

তবে অবশেষে তাঁর খোঁজ পাওয়া গিয়েছে। সেটা শুনেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পরিবারের লোকেরা। তবে হামিদকে দেশে কীভাবে ফেরানো যাবে তা নিয়েই ধন্দ তৈরি হয়েছে।

প্রসঙ্গত, ইঞ্জিনিয়ারিং করে তারপরে এমবিএ পাশ করা উচ্চশিক্ষিত হামিদ ২০১২ সালের নভেম্বরে একটি বিমান সংস্থার চাকরি সূত্রে কাবুল যান। সেখান থেকে আর তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি।

English summary
Missing since three years, Mumbai techie is alive in Pakistan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X