For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাইজ্যাক করা হয়েছে এমএইচ ৩৭০ বিমানটিকে : মালয়েশিয়ার তদন্তকারি দল

Google Oneindia Bengali News

হাইজ্যাক করা হয়েছে এমএইচ ৩৭০ বিমানটিকে : মালয়েশিয়ার তদন্তকারি দল
কুয়ালালমপুর, ১৫ মার্চ : 'হাইজ্যাক' করা হয়েছে মালয়শিয়ার বিমানটিকে। অন্তত এমনটাই মনে করছে তদন্তকারি দল। বিমান ওড়ানোর সম্পর্কে সম্মুখ ধারণা রয়েছে এমন এক অথবা একাধিক ব্যক্তি বিমান এমএইচ ৩৭০ কে হাইজ্যাক করে ভুল পথে নিয়ে গিয়েছে এবং যোগাযোগের সমস্ত যন্ত্রাদি বন্ধ করে দেয়।

জোর করে যোগাযোগ বন্ধ করা হয়েছিল বিমানের, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

যদিও এখনও পর্যন্ত বিমানটিকে মুক্ত করার জন্য কোনও শর্ত বা দাবি জানানো হয়নি। অপহরণের পিছনে কী উদ্দেশ্য রয়েছে তাও স্পষ্ট নয়। বিমানটি এই মূহূর্তে কোথায় রয়েছে সে বিষয়ে কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি। তবে অনুমান হলেও বিমানটিকে যে অপহরণ করা হয়েছেই সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না বলেও মালয়েশিয়া সরকারের তরফে জানানো হয়েছে।

যদিও অন্য সম্ভাবনাগুলোও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারী অফিসাররা। এই ঘটনার পিছনে যাবতীয় অন্যান্য সম্ভাবনাগুলোকেও খতিয়ে দেখা হচ্ছে। তবে মূল যে তথ্যগুলি পাওয়া গিয়েছে তা ঘটনার পিছনে মানব হস্তক্ষেপের দিকেই ইঙ্গিত করছে বলেও সরকারি তরফে জানানো হয়েছে। বিমানটি নিখোঁজ হওয়ার কিছুক্ষণ আগেই জেটের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছিল।

বিমানের দুই চালক ও বাকি ১০ ক্রু সদস্যদের সম্পর্কে তথ্য় নিতে শুরু করেছে মালয়েশিয়া সরকার। পাশাপাশি বিমানযাত্রীদেরও ঠিকুজি ঘেটে বের করছে তদন্তকারী অফিসাররা। শনিবার দুপুর ১২টা নাগাদ সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

English summary
Missing jet MH370 hijacked: Malaysian investigators
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X