For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আগামী বংশধরদের বাঁচাতে মাদকের বিরুদ্ধে যুদ্ধ প্রধানমন্ত্রীর! মন্তব্য বাংলাদেশের কৃষিমন্ত্রীর

যুব সমাজকে বাঁচানোর জন্য, আগামী বংশধরদের বাঁচানোর জন্য মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধ ঘোষণা করেছেন বলে মন্তব্য করলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

Google Oneindia Bengali News

যুব সমাজকে বাঁচানোর জন্য, আগামী বংশধরদের বাঁচানোর জন্য মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধ ঘোষণা করেছেন বলে মন্তব্য করলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তাঁর ভাষায়, এ সময় অন্য একদল 'মানবাধিকার লঙ্ঘন হয়েছে' বলে অভিযোগ করে যাচ্ছে।

আগামী বংশধরদের বাঁচাতে মাদকের বিরুদ্ধে যুদ্ধ প্রধানমন্ত্রীর! মন্তব্য কৃষিমন্ত্রীর

তাঁর নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ি উপজেলার কাপাশিয়া শহিদ স্মৃতি উচ্চবিদ্যালয়ের মাঠে ইদুল ফিতর উপলক্ষে উপহারসামগ্রী বিতরণের সময় কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্ধৃত করে কৃষিমন্ত্রী বলেন, মাদকাসক্ত যে দলেরই হোক, তাদের রেহাই দেওয়া হবে না। রেহাই দেওয়া হচ্ছেও না।

কৃষিমন্ত্রী এ সময় প্রশ্ন রাখেন, 'নেশার টাকার জন্য ছেলে বাপকে মেরে ফেলছে, বাপের কি মানবাধিকার নেই? নেশার টাকার জন্য যে ছেলে বাপকে খুন করছে, সেই ছেলের মানবাধিকার নিয়ে আমাদের এখন কাঁদতে হবে? ঐশী, তার বাবা-মা দুজনকে নেশাগ্রস্ত অবস্থায় হত্যা করল। এখন ঐশীর মানবাধিকার আছে, আর যে বাবা-মা মারা গেলেন, তাঁদের মানবাধিকার নাই?'

উপজেলার চারটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী ও অসহায় ব্যক্তিদের মধ্যে কৃষিমন্ত্রী দিনব্যাপী পোশাক ও খাবার বিতরণ করেন এবং মেধাক্রম অনুসারে প্রথম ১০ জন এসএসসি পরীক্ষার্থীর মাঝে ৫০০ করে টাকা বিতরণ করেন।

English summary
Agriculture Minister Matia Chowdhury commented that Prime Minister Sheikh Hasina has declared war on the drug to save the next generation.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X