For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইন্দোনেশিয়ায় খনি দুর্ঘটনা: সুলাওয়েসিতে অন্তত ৬০ জন শ্রমিক মাটি চাপা পড়েছেন

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের একটি অবৈধ স্বর্ণের খনিতে দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে।

  • By Bbc Bengali

সাররারত ধরে ইন্দোনেশিয়ায় খনিতে দুর্ঘটনা কবলিতদের উদ্ধারের চেষ্টা উদ্ধারকারীরা
BNPB
সাররারত ধরে ইন্দোনেশিয়ায় খনিতে দুর্ঘটনা কবলিতদের উদ্ধারের চেষ্টা উদ্ধারকারীরা

ইন্দোনেশিয়ার একটি অবৈধ স্বর্ণখনিতে ভূমিধ্বসে অন্তত ৬০ জনের প্রাণহাণি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

সুলাওয়েসি দ্বীপের বোলাং মোঙ্গোন্দো এলাকায় উদ্ধারকারীরা খোঁজ চালিয়ে যাচ্ছেন।

ইন্দোনেশিয়ার দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার ভোর পর্যন্ত একজনের মৃতদেহ উদ্ধার করা গেছে এবং অন্তত ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

একজন মুখপাত্র জানিয়েছেন, 'অস্থিতিশীল ভূমি এবং খনিতে অসংখ্য খাদ' থাকার কারণে খনির নীচের কয়েকটি খুঁটি বিধ্বস্ত হলে এই দুর্ঘটনা ঘটে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ বিষয়ক সংস্থা তাদের এক বিবৃতিতে বলেছে, "অনুমান করা হচ্ছে মাটি আর পাথরের নীচে ৬০ জনের মত মানুষ চাপা পড়তে পারে।"

ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যায় যে স্থানীয় মানুষ ও উদ্ধারকারীরা মাটি-কাদা পরিবেষ্টিত একটি পাহাড়ের পাশে থেকে দুর্ঘটনা কবলিতদের উদ্ধারের চেষ্টা করছেন।

ইন্দোনেশিয়ায় ছোট পরিসরে স্বর্ণের খনির কাজ করা নিষিদ্ধ হলেও গ্রামের বিভিন্ন জায়গায় ব্যাপক পরিমানে এ ধরণের খনির প্রচলন রয়েছে।

সঠিক ব্যবস্থাপনার অভাব এবং সুষ্ঠু নজরদারি না থাকায় এসব খনিতে দুর্ঘটনার ঘটনা প্রায়ই ঘটে থাকে।

স্থানীয়ভাবে যথেষ্ট কর্মসংস্থানের সুযোগ তৈরি না হওয়াতেই মানুষ জীবিকা নির্বাহের জন্য এধরণের অবৈধ মাধ্যমে কাজ করতে বাধ্য হন বলে দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসছে ইন্দোনেশিয়ার বিভিন্ন সংস্থা।

A BBC map showing the location of Sulawesi, an Indonesian island
BBC
A BBC map showing the location of Sulawesi, an Indonesian island

আরো পড়তে পারেন:

ভারতের দাবি 'নিহত অসংখ্য', পাকিস্তানের নাকচ

ভারত-পাকিস্তানের সামরিক শক্তির পার্থক্য কতটা?

ভারত-পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে কেন এই বিরোধ

English summary
Mining Accidents in Indonesia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X