For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাবুলে চলন্ত বাসে বিস্ফোরণ, হত ১৪, ঘটনার দায় স্বীকার তালিবান জঙ্গিদের

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কাবুল, ২০ জুন : আফগানিস্তানের কাবুলে চলন্ত বাসে বিস্ফোরণ ঘটাল জঙ্গিরা। ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটনার দায় তালিবান জঙ্গিরা স্বীকার করেছে বলে জানা গিয়েছে।

এদিন সকালে কাবুলে এই ঘটনা ঘটেছে। ঘটনায় কতজন মারা গিয়েছেন সেই সংখ্যা নিয়ে এখনও দ্বন্দ্ব রয়েছে। তবে মৃতদের বেশিরভাগই নেপালি নাগরিক ছিলেন বলে আপাতত খবর।

কাবুলে চলন্ত বাসে বিস্ফোরণ, হত ১৪, দায় স্বীকার তালিবানদের

পুলিশ সূত্রে খবর, একটি হলুদ রঙের বাসে সরকারি কর্মীদের নিয়ে শহরে তাদের কর্মস্থলে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময়ই বিস্ফোরণ ঘটে বলে জানানো হয়েছে। এই ঘটনার দায় নিয়েছে তালিবানরা।

গত মাসে আইন মন্ত্রকের সদস্যদের নিয়ে যাওয়া একটি বাসে আত্মঘাতী হানা চালায় তালিবান জঙ্গিরা। এরপরে গত ১ জুন গাজনির কাছে আদালতে আর একটি বিস্ফোরণ ঘটায়।

দুটি ঘটনাতেই তালিবানরা দায় স্বীকার করেছে। ৬ তালিবান বন্দিকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়ার প্রতিবাদে হামলা বলে জানিয়েছিল তালিবান জঙ্গিরা। এছাড়া গত মাসে তালিবান প্রধান মোল্লা আখতার মনসুরকে ড্রোন হামলা করে খতম করে মার্কিন সেনাবাহিনী। সেই ঘটনার বদলা নিতেই এই আক্রমণ বলে সন্দেহ করা হচ্ছে।

English summary
Minibus blast in Afghanistan capital Kabul killed several, Taliban claims responsibility
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X