পাকিস্তানে দুধের দাম ১৪০ টাকা প্রতি লিটার ! কাশ্মীর নিয়ে ভাবতে গিয়ে ইসলামাবাদের পরিস্থিতি বেহাল
কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয় তা বহুবার স্পষ্ট করেছে ভারত। তা সত্ত্বেও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া নিয়ে রীতিমতো মরিয়ে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। এদিকে, গোটা ইসলামাবাদ যখন কাশ্মীরকে পাথির চোখ করে বসে রয়েছে , তখন খবর আসে যে বিদ্যুতের বিল মেটাতে না পারায় ইমরানের দফতরে বিদ্যুৎ বিচ্ছেদ ঘটে যায়। আর এবার শোনা যাচ্ছে ,পাকিস্তানের অর্থনীতির অবস্থা এতটাই খারাপ যে দুধ সেখানে প্রায় অগ্নিমূল্য হয়ে গিয়েছে।

দুধের দাম কত পাকিস্তানে!
এই মুহূর্তে পাকিস্তানে দুধ কার্যত অগ্নিমূল্য। সেখানে পেট্রোলের দামকে ছাপিয়ে গিয়ে দুধ প্রতি লিটারে ১৪০ টাকা করে দাঁড়িয়েছে। পাকিস্তানের করাচি ও সিন্ধ প্রদেশে এই দাম পৌঁছেছে প্রতি লিটারে ১৪০ টাকায়। মহরমের দিন এমনই তথ্য উঠে এসেছে পাকিস্তানের থেকে।

পেট্রোলের দাম কত পাকিস্তানে
পাকিস্তান পেট্রোল ও ডিজেলের দাম অনেকটাই বেশি হয়ে গিয়েছে। সেখানে পেট্রোর প্রতি লিটারে ১১৩ টাকা, আর ডিজেল প্রতি লিটারে ৯১ টাকা দাঁড়িয়েছে। প্রতি মুহূর্তে , এই দাম ক্রমাগত বাড়ছে পাকিস্তানে।

পাকিস্তানে কেন বাড়ছে দুধের দাম!
পাকিস্তানে ক্রমাগত বেড়েই চলেছে দুধের দাম আরও বেড়েছে মহরমের মরশুমে। ক্রমাগত পবিত্র রমজান উপলক্ষ্যে দুধ আর ঠাণ্ডা জলের চাহিদা বাড়ছিল। মূলত মহরমের আগে থেকেই বেড়েছে দুধের চাহিদা। আর তার প্রেক্ষিতেই এমন পরিস্থিতি পাকিস্তান জুড়ে।
[ আরও বাড়বে মূদ্রাস্ফীতি, মধ্যবিত্তের পকেটে কোপ পড়ার আশঙ্কা]
[ চন্দ্রযানের বিজ্ঞানীই 'বিদেশি', 'বিদেশি' সেনারাও! মোদীকে এনআরসি-নিশানা অধীরের ]