For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'স্বৈরাচারীর আগ্রাসন'!ভারত সীমান্তে চিনের শক্তি বৃদ্ধি নিয়ে দিল্লিকে সতর্ক করে কী জানাল ওয়াশিংটন

  • |
Google Oneindia Bengali News

লাদাখ সীমান্তে চিন ভারত সম্পর্ক ক্রমেই তিক্ত হচ্ছে। বারবার চিনের তরফে শান্তি বার্তা ও ভারতের তরফে একই সুর বক্তব্য আসলেও উত্তেজনা লাদাখ সীমান্তে একই পর্যায়ে রয়েছে। এমন পরিস্থিতিতে আমেরিকা থেকে এল ভারতের জন্য সতর্কীকরণ।

স্বৈরতন্ত্রের আগ্রাসন!

স্বৈরতন্ত্রের আগ্রাসন!

আমেরিকা ভারতকে সতর্ক করে তিনের সেনার অবস্থান সম্পর্কে অবহিত করেছে। ভারতের উত্তর সীমান্তে চিন যেভাবে আস্ফালন দেখাচ্ছে তাকে একনায়কতন্ত্রের আগ্রাসন বলে ব্যাখ্যা করেছেন মার্কিন সচিব মাইক পম্পেও।

শক্তি বাড়াচ্ছে চিন সেনা

শক্তি বাড়াচ্ছে চিন সেনা

এক সতর্কবার্তায় ভারতকে সচেতন করে আমেরিকার তরফে মাইক পম্পেও জানান, ভারতের উত্তরাংশ সংলগ্ন সীমান্তে প্রচুর পরিমাণ সেনা মোতায়েন করেছে চিন। পাশাপাশি দক্ষিণ চিন সাগরে নিজের দাপট ও আস্ফালন আরও বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে চিন। যা মার্কিন নজর এড়াচ্ছে না।

চিন নিয়ে সতর্কতা

চিন নিয়ে সতর্কতা

মাইক পম্পেওর দাবি, গত ৬ মাস ধরে চিনের সেনা নিজেকে তৈরি করেছে। বারবার যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়েছে। আর সেদেশের কমিউনিস্ট সরকারের স্বৈরাচারী আগ্রাসনের নামান্তর হল এই বর্তমান পরিস্থিতি। যা হংকং ও ভারতের ক্ষেত্রে দেখা যাচ্ছে।

 গোটা বিশ্বে প্রভাব

গোটা বিশ্বে প্রভাব

মাইক পম্পেও এদিন বলেন, চিন যা করছে তার প্রভাব শুধু সংশ্লিষ্ট দেশগুলিতেই পড়ছে না। তার সুদূর প্রসারী প্রভাব গোটা বিশ্বে পড়ছে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের সেই ক্ষমতা রয়েছে যাতে এর পাল্টা জবাব দেওয়া যায়।

চার্চে যাবেন ট্রাম্প, ওয়াশিংটনে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর রবার বুলেট ও কাঁদানে গ্যাসচার্চে যাবেন ট্রাম্প, ওয়াশিংটনে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর রবার বুলেট ও কাঁদানে গ্যাস

English summary
Mike Pompeo said Chinese Forces Moved up to North of india along LAC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X