For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনকে ভাতে-কাপড়ে মারতে আমেরিকা পাশে চাইছে ভারতকে! পম্পেও দিলেন 'সাপ্লাই চেন' রোখার কোন ইঙ্গিত

  • |
Google Oneindia Bengali News

চিনের অর্থনৈতিক লাইফলাইন ভারতে বন্ধ করার যে প্রক্রিয়া মোদী সরকার শুরু করেছিল, তার ভূয়সী প্রশংসা আগেই করেছিলেন মার্কিন সচিব মাইক পম্পেও। এবার 'ইন্ডিয়া আইডিয়াস সামিট'এও একইভাবে একই সুরে বক্তব্য রাখেন পম্পেও।

 পম্পেওর বার্তা

পম্পেওর বার্তা

এদিনও ভারতের তরফে ৫৯ টি চিনা অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করা নিয়ে দিল্লির পদক্ষেপের প্রশংসা করেন পম্পেও। তিনি বলেন, টিকটকের মতো অ্যাপ ভারতের নিরাপত্তার ক্ষেত্রে একটি অন্তরায় হয়ে যাচ্ছিল। ফলে ভারতের পদক্ষেপ যে সঠিক তা জানাতে ভোলেননি পম্পেও।

 প্রতিরক্ষা ও পম্পেও

প্রতিরক্ষা ও পম্পেও

' আমি খুব খুশি এটা জানাতে পেরে যে, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষার সঙ্গী হিসাবে উঠে আসছে। 'পাশাপাশি নিরাপত্তা বিষয়ক পার্টনার হিসাবেও ইন্দো পেসিফিক এলাকায় ভারত আমেরিকার পাশে রয়েছে বলে এদিন মন্তব্য করেন পম্পেও। উল্লেখ্য, দক্ষিণ চিন সাগরে ভারত , আমেরিকা যৌথ নৌ মহড়ার পর মার্কিন সচিবের বার্তা অত্যন্ত প্রাসঙ্গিক।

ড্রাগনের ডানা ছাঁটার পালা!

ড্রাগনের ডানা ছাঁটার পালা!

এদিন মার্কিন সচিব জানান, ভারতের কাছে এমন সুযোগ রয়েছে যেখানে তারা 'চিনের সাপ্লাই চেন' ব্যবসায়িক ক্ষেত্রে আটকে দিতে পারে। পাশপাশি, চিনের সংস্থাগুলির ওপর নির্ভরতা ভারত কাটাতে পারে। ভারতের সামনে টেলিকম ও ওষুধ তৈরির ক্ষেত্রে অনেক সুযোগ রয়েছে। এমন বার্তার মধ্য দিয়ে পম্পেও সাফ বার্তায় জানিয়ে দিয়েছেন যে , 'হাতে ও ভাতে' চিনকে মারতে আমেরিকা ভারতকে অগ্রণী ভূমিকায় দেখতে চায়।

এর আগে পম্পেওর বার্তা

এর আগে পম্পেওর বার্তা

চিন যে সমস্ত দেশের সীমানা দখলের চেষ্টা করছে বা জলসীমা দখলের চেষ্টায় রয়েছে, সেই সমস্ত দেশের সমর্থনে আমেরিকা রয়েছে। পাশাপাশি, সেই সমস্ত দেশকে 'যথাসাধ্য' সাহায্য মার্কিন যুক্তরাষ্ট্র করবে। এদিন এই বার্তা দেন খোদ মার্কিন সচিব মাইক পম্পেও।

English summary
Mike Pompeo lauds Modi government and says India is arising US defense and security partner globally
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X