For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের সঙ্গে '২ + ২ বৈঠক' স্থগিত রাখল মার্কিন যুক্তরাষ্ট্র

মার্কিন সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেও জানিয়েছেন 'অনিবার্য কারণে' মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে '২ + ২ বৈঠক' স্থগিত রেখেছে।

Google Oneindia Bengali News

ভারতের সঙ্গে বৈঠক স্থগিত রাখল আমেরিকা। আগামী মাসেই ওয়াশিংটন ডিসি-তে ভারত ও আমেরিকার বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রকের মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে সেই বৈঠক বাতিল করতে হয়েছে বলে ভারতের বিদেশ মন্ত্রককে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর আগে বিভিন্ন পন্যে আমেরিকার আমদানি কর বৃদ্ধির প্রতিবাদে ভারতও মার্কিন পন্যের উপর উচ্চহারে শুল্ক কর আরোপ করেছিল। সেই কারণেই এই মার্কিন সিদ্ধান্ত কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বৈঠক স্থগিত রাখল মার্কিন যুক্তরাষ্ট্র

তবে মার্কিনিরা এই বৈঠক পুরোপুরি বাতিল করে দেয়নি। তারা জানিয়েছে বৈঠক আপাতত স্থগিত রাখা হল। আগামী ৬ জুলাই এই বৈঠকে যোগ দিতে আমেরিকা উড়ে যাওয়ার কথা ছিল বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণের। আমেরিকার পক্ষে তাঁদের সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল আমেরিকার সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেও ও সেক্রেটারি অব ডিফেন্স জেমস ম্যাতিস-এর।

বৈঠকে আমেরিকার শুল্ক কর বৃদ্ধির বিষয়টি তুলবেন ভারতীয় মন্ত্রীরা, এরকমটাও শোনা গিয়েছিল। কিন্তু বুধবারই মার্কিন সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেও ভারতের বিদেশ দপ্তরে ফোন করেন। কথা বলেন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে। তিনি জানান, 'অনিবার্য কারণ'-এ পূর্বপরিকল্পিত বৈঠকটি স্থগিত রাখতে হচ্ছে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রভীশ কুমার জানান, মাইক পম্পেও এর জন্য সুষমার কাছে দুঃখপ্রকাশ করেছেন, এবং তারা দুজনেই যত শীঘ্র সম্ভব বৈঠকের একটি নতুন দিন ঠিক স্থির করার বিষয়ে সম্মত হয়েছেন।

English summary
United States' secretary of state Mike Pompeo informed that United States postpones '2+2 dialogue' with India due to 'unavoidable reasons'.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X