For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুত্রশোক কাটিয়ে মার্কিন মুলুকে ‌পদ্মভূষণ সম্মানে ভূষিত মাইক্রোসফট সিইও সত্য নাদেলা

Google Oneindia Bengali News

দেশের তৃতীয়-সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণে সম্মানিত হলেন মাইক্রোসফট চেয়ারম্যান ও সিইও সত্য নাদেলা। সান ফ্রান্সিসকোতে ভারতের কনসুল জেনারেল ডঃ টিভি নগেন্দ্র প্রসাদের হাত থেকে এই সম্মান আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন তিনি। এই পুর‌ষ্কার পাওয়ার পর নাদেলা বলেন, '‌পদ্মভূষণ পাওয়া এবং এত অসাধারণ মানুষের স্বীকৃতি পাওয়া আমার কাছে অত্যন্ত সম্মানের বিষয়। আমি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং ভারতের জনগণের কাছে কৃতজ্ঞ এবং আরও অনেক কিছু অর্জনের জন্য ভারতের মানুষকে প্রযুক্তি দিয়ে সহায়তা করতে আমরা অনবরত কাজ করে যেতে চাই।'‌

পদ্মভূষণ সম্মানে ভূষিত মাইক্রোসফট সিইও সত্য নাদেলা

ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে সরকার এই পদ্মভূষণ তুলে দেবে নাদেলার হাতে। চলতি বছরের শুরুতে ১৭ জন পুরষ্কারপ্রাপ্তদের মধ্যে অন্যতম ছিলেন সত্য নাদেলা। অ্যালফাবেট ও গুগল সিইও সুন্দর পিচাইও এই পদ্মভূষণের জন্য মনোনীত হয়েছেন। ডঃ প্রসাদের সঙ্গে আলোচনায় সত্য নাদেলা আগামীদিনে প্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, '‌আমরা একটি ঐতিহাসিক, অর্থনৈতিক, সামাজিক ও প্রযুক্তিগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। আগামী দশক গড়ে উঠবে সম্পূর্ণ ডিজিটাল প্রযুক্তির মাধ্যমেই। প্রতিটি ভারতীয় শিল্প ও সংস্থা এখন প্রযুক্তির দিকেই ঝুঁকছে।'‌ নাদেলা জানিয়েছেন, ২০২৩ সালের জানুয়ারিতে তাঁর ভারতে আসার পরিকল্পনা রয়েছে। প্রসঙ্গত, প্রায় তিনবছর আগে মাইক্রোসফট সিইও ভারত সফরে এসেছিলেন।

জন্মসূত্রে হায়দরাবাদের সত্য নাদেলা ২০১৪ সালের ফেব্রুয়ারিতে মাইক্রোসফটের সিইও পদে নিযুক্ত হন। ২০২১ সালের জুনে তাঁকে সংস্থার চেয়ারম্যান হিসাবেও মনোনীত করা হয়। এই বছরের মার্চেই ২৬ বছরের পুত্রকে হারিয়েছেন সত্য নাদেলা। তাঁর ছেলে জেইন জন্ম থেকেই সেরিব্রাল পালসি রোগে আক্রান্ত ছিলেন। ছেলেকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পরে নাদেলা পরিবার। সত্য নাদেলা নিজে এই ধরনের রোগে আক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন।

উপনির্বাচনের আগে জেপি নাড্ডাকে প্রতীকি সমাধি দেওয়া হল তেলঙ্গনায়, নিন্দায় সরব বিজেপিউপনির্বাচনের আগে জেপি নাড্ডাকে প্রতীকি সমাধি দেওয়া হল তেলঙ্গনায়, নিন্দায় সরব বিজেপি

English summary
Microsoft CEO and Chairman Satya Nadella receives Padma Bhushan, India's third-highest civilian honor
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X