For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্রাম্পকে ভ্যান গগের ছবি ধার দিতে মিউজিয়ামের অস্বীকৃতি, পরিবর্তে সোনার টয়লেট দেয়ার প্রস্তাব

হোয়াইট হাউস সাজানোর জন্য নিউ ইয়র্কের বিখ্যাত গাগেনহেইম মিউজিয়ামের কাছে শিল্পী ভ্যান গগের আঁকা একটি চিত্রকর্ম ধার চেয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার অনুরোধ প্রত্যাখ্যান করে মিউজিয়াম

  • By Bbc Bengali

স্বর্ণের টয়লেট- ভ্যান গগের ছবির বদলে প্রেসিডেন্ট ট্রাম্পকে এটি দিতে চেয়েছে গাগেনহেইম মিউজিয়াম
Reuters
স্বর্ণের টয়লেট- ভ্যান গগের ছবির বদলে প্রেসিডেন্ট ট্রাম্পকে এটি দিতে চেয়েছে গাগেনহেইম মিউজিয়াম

নিউ ইয়র্কের গাগেনহেইম মিউজিয়ামের কাছে শিল্পী ভ্যান গগের একটি চিত্রকর্ম ধার চেয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু প্রেসিডেন্টের অনুরোধ প্রত্যাখ্যান করে মিউজিয়ামের কর্তৃপক্ষ বলেছে, চাইলে তিনি একটি খাঁটি সোনা দিয়ে তৈরি টয়লেট নিতে পারেন।

ওয়াশিংটন পোস্ট পত্রিকা জানাচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসের জন্য ভ্যান গগের আঁকা ছবি 'ল্যান্ডস্কেপ উইথ স্নো' ধার চেয়েছিলেন। মিউজিয়াম কর্তৃপক্ষ ভ্যান গগের ছবি ধার দিতে অপারগতা জানিয়ে ক্ষমা চেয়েছে। পরিবর্তে তারা প্রেসিডেন্টকে স্বর্ণের তৈরি টয়লেট ধার দেয়ার প্রস্তাব দেয়।

এই টয়লেটটি নিরেট ১৮ ক্যারেট সোনা দিয়ে তৈরি। তবে হোয়াইট হাউস এই রিপোর্টের ব্যাপারে এখনো কোন মন্তব্য করেনি।

ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে মিউজিয়ামের কিউরেটর ন্যান্সি স্পেক্টর গত বছরের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরোধের জবাবে এই প্রস্তাব দিয়েছিলেন।

আরও পড়ুন: ছুটন্ত ট্রেনের সঙ্গে 'সেলফি' তুলতে গিয়ে যা ঘটলো

চলে গেলেন 'মেঘে ঢাকা তারা'র নীতা

ধূমপান কমিয়ে লাভ নেই - ব্রিটেনে নতুন গবেষণা

এক ইমেলে তিনি লিখেছিলেন, "আমি দুঃখিত যে আমরা এই ছবিটি ধার দিতে পারবো না, কারণ এটি মিউজিয়ামের 'থানহাউসার সংগ্রহের' অংশ। এসব শিল্পকর্ম খুব বিরল কোন উপলক্ষ ছাড়া বাইরে নেয়া নিষেধ।"

ভ্যান গগ এই ছবিটি একেঁছিলেন ১৮৮৮ সালে।

গাগেনহেইম মিউজিয়ামের স্বর্ণের টয়লেটটি তৈরি করেছেন ইতালিয়ান শিল্পী মরিযিও ক্যাটেলান। এটি দীর্ঘ মেয়াদে হোয়াইট হাউসকে ধার দেয়া যেতে পারে বলে জানান মিউজিয়াম কর্তৃপক্ষ।

ইমেলে ন্যান্সি স্পেক্টর নাকি লিখেছেন, "হ্যাঁ, অবশ্য এটাও খুবই মূল্যবান, এবং কিছুটা ভঙ্গুর। কিন্তু কিভাবে এটি বসাতে হবে এবং এর যত্ন নিতে হবে আমরা তার সব নির্দেশনা দিয়ে দেব।"

'আমেরিকা' নামের এই টয়লেটকে যুক্তরাষ্ট্রের মাত্রাতিরিক্ত বিত্ত-বৈভবের প্রতি একধরণের ব্যঙ্গ-বিদ্রুপ বলে গণ্য করা হয়।

English summary
meusium refuses to give Trump Van Gaugh's painting, offers him gold toilet
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X