For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'দেশ ছাড়ার আগে অরুণ জেটলিকে সবকিছু জানিয়েছিলাম', লন্ডনে দাঁড়িয়ে বিস্ফোরক দাবি বিজয় মালিয়ার

ঋণ খেলাপির মামলায় দেশ ছাড়া ব্যবসায়ী বিজয় মালিয়া এবার লন্ডনে দাঁড়িয়ে এমন বয়ান দিলেন যে চাপে পড়ে গেল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার।

  • |
Google Oneindia Bengali News

ঋণ খেলাপির মামলায় দেশ ছাড়া ব্যবসায়ী বিজয় মালিয়া এবার লন্ডনে দাঁড়িয়ে এমন বয়ান দিলেন যে চাপে পড়ে গেল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। ওয়েস্ট মিনস্টার আদালতের বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মালিয়া জানালেন, ঋণখেলাপির অভিযোগ ওঠার আগেই এই বিষয় নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির কাছে তিনি গিয়েছিলেন। গোটা বিষয়টি জানিয়ে ব্যাঙ্কের সঙ্গে মিটমাটের আবেদন করেন।

দেশ ছাড়ার আগে অরুণ জেটলিকে সবকিছু জানিয়েছিলাম : মালিয়া

যার অর্থ বিজয় মালিয়ার বিষয়টি সংবাদমাধ্যমে ফাঁস হওয়ার অনেক আগে থেকেই কেন্দ্র জানত। বিশেষ করে অর্থমন্ত্রী অরুণ জেটলি জানতেন। তবে তিনি কেন সেসময়ে মালিয়ার সঙ্গে দেখা হওয়ার কথা অস্বীকার করেছিলেন তা নিয়ে প্রশ্ন উঠছে।

মালিয়া স্পষ্ট জানিয়েছেন, আমি দরবার করেছিলাম। মিটমাটের বিষয়ে তদ্বির করেছিলাম। সেকথা সত্যি।

এদিন ওয়েস্ট মিনস্টার আদালতে হাজির হন মালিয়া। ভারতের জেলে তাকে রাখার কী ব্যবস্থা করা হয়েছে, সেই সংক্রান্ত শুনানির পরই এই দাবি মালিয়া জানিয়েছেন।

[আরও পড়ুন:বিজয় মালিয়া ইস্যুতে মুখ খুললেন অরুণ জেটলি, কী বললেন তিনি][আরও পড়ুন:বিজয় মালিয়া ইস্যুতে মুখ খুললেন অরুণ জেটলি, কী বললেন তিনি]

[আরও পড়ুন:কত হারে ডিএ পাবেন সরকারি কর্মীরা! হাইকোর্টের পর সক্রিয় স্যাটের হলফনামা রাজ্যকে][আরও পড়ুন:কত হারে ডিএ পাবেন সরকারি কর্মীরা! হাইকোর্টের পর সক্রিয় স্যাটের হলফনামা রাজ্যকে]

প্রসঙ্গত, বিজয় মালিয়ার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা ঋণখেলাপির মামলা রয়েছে। গতবছরে ভারত ছেড়ে লন্ডনে গিয়ে থাকছেন এই ব্যবসায়ী। তাকে দেশে ফেরানোর জন্য সবরকম চেষ্টা চালাচ্ছে বলে দাবি করেছে কেন্দ্র সরকার। তবে এদিন মালিয়ার বয়ানের পর অস্বস্তি আরও বাড়ল বলেই মত ওয়াকিবহাল মহলের।

[আরও পড়ুন: টাকার দামে অধঃগতি! অবশেষে গা ঝাড়া দিয়ে উঠলেন মোদী, সপ্তাহান্তে জরুরি বৈঠক ][আরও পড়ুন: টাকার দামে অধঃগতি! অবশেষে গা ঝাড়া দিয়ে উঠলেন মোদী, সপ্তাহান্তে জরুরি বৈঠক ]

[আরও পড়ুন: সারা দেশে রেল ব্রিজগুলি কি অবস্থায় রয়েছে, তা খতিয়ে দেখতে বাইরের সংস্থা দিয়ে 'সেফটি অডিট' করতে চলেছে ][আরও পড়ুন: সারা দেশে রেল ব্রিজগুলি কি অবস্থায় রয়েছে, তা খতিয়ে দেখতে বাইরের সংস্থা দিয়ে 'সেফটি অডিট' করতে চলেছে ]

English summary
met FM Arun Jaitley for 'settlement' before leaving India, claims Vijay Mallya
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X