For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত সরকারের নাগাল এড়াতে নয়া ফন্দি চোকসির, এবার ফেরত আনা হবে বেশ কঠিন

ভারতে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি করে পালিয়ে যাওয়া মেহুল চোকসি এদেশের সরকারের নাগাদ থেকে পালিয়ে থাকার সমস্ত বন্দোবস্ত করে ফেলছেন।

  • |
Google Oneindia Bengali News

ভারতে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি করে পালিয়ে যাওয়া মেহুল চোকসি এদেশের সরকারের নাগাদ থেকে পালিয়ে থাকার সমস্ত বন্দোবস্ত করে ফেলছেন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক মামলায় নীরব মোদী সহ অন্যতম অভিযুক্ত চোকসি এই মুহূর্তে অ্যান্টিগায় লুকিয়ে রয়েছেন। সেখানে ভারতীয় নাগরিকত্ব ছেড়ে দেওয়ার জন্য পাসপোর্ট জমা করেছেন তিনি।

ভারত সরকারের নাগাল থেকে পালানো পাকা করতে নয়া ফন্দি চোকসির

সূত্রের খবর, ভারতীয় পাসপোর্ট জমা দিয়ে চোকসি ১৭৭ মার্কিন ডলার জমা করেছেন অ্যান্টিগার ভারতীয় হাই কমিশনে। নতুন যে ঠিকানা দেওয়া হয়েছে তা হল - অ্যান্টিগার জোলি হার্বার মার্কস।

চোকসি ২০১৭ সালের শেষেই ভারত ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। তার কিছুদিন পর থেকেই তিনি অ্যান্টিগার বাসিন্দা। ভারতের আদালতকে জানিয়ে দিয়েছেন, শরীর খারাপ তাই এতদূরে ফিরতে পারবেন না।

পিএনবি মামলায় ১৩ হাজার কোটির কেলেঙ্কারি সামনে এসেছে। নীরব মোদী ও মেহুল চোকসি দুজনে মিলে এই কেলেঙ্কারি ঘটিয়েছেন বলে অভিযোগ।

কেন্দ্রের সরকার চোকসি সহ আর্থিক অপরাধ করে বিদেশে পালানো অভিযুক্তদের দেশে ফেরত আনার চেষ্টা করছে। তবে যেভাবে ভারতীয় পাসপোর্ট জমা করে নাগরিকত্ব ছেড়ে দিতে চাইছেন চোকসি তাতে তাঁকে দেশে ফেরানো যে কঠিন হতে চলেছে তা নিঃসন্দেহে বলা যায়।

English summary
Mehul Choksi gives up Indian citizenship, surrenders passport to Antiguan government
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X