'পর্নস্টার'-এর সঙ্গে সম্পর্ক ছিল হবু ব্রিটিশ রাজবধূ মেগানের!কেমন ছিল ছোট রাজরানির জীবনযাত্রা, জানুন
ব্রিটেনের সময় শনিবার ১৯ মে বেলা ১২ টায় বিয়ের আসর বসতে চলেছে হ্যারি ও মেগান মার্কেলের। ব্রিটিশ রাজ পরিবারের এই বিয়ে ঘিরে তুঙ্গা উন্মাদনা গোটা ব্রিটেনে। বিয়ের দিকে নজর রাখছে আন্তর্জাতিক মিডিয়া। তবে রাজপরিবারে নববধূ হিসাবে যিনি আসতে চলেছেন তিনি অভিনেত্রী মেগান মার্কেল। একটা সময় তাঁর 'হট' ভিডিও বেশ জনপ্রিয় হয়েছিল বলে খবর। মেগানের বিয়ে ঘিরে সেই সমস্ত ভিডিও-র 'সার্চ' আবারও বেড়েছে ইন্টারনেটে। মেগানের জীবন যাত্রা নিয়ে কিছু তথ্য দেখে নেওয়া যাক।

মেগানের বয়ফ্রেন্ডরা!
সূত্রের দাবি মেগানের সঙ্গে ব্রিটিশ রাজপুত্র হ্যারির বিয়ের আগে , সম্পর্ক ছিল ৬ জন পুরুষের। এঁদের মধ্যে অনেকেই ছিলেন টিভি অভিনতা, কিংবা মডেল। এঁদের সঙ্গে মেগানের ঘনিষ্ঠতার খবরও প্রকাশ্যে আসে। একটি সূত্রের দাবি, 'বয়ফ্রেন্ড' ছাডা় মেঘানকে কখনও কোথাও দেখা যায়নি।আর বিভিন্ন সময় পরিবর্তন হয়ে মেঘানের বয়ফ্রেন্ডরা।

মেগান ও কিছু তথ্য
৩৬ বছরের মেগান ক্যালিফোর্নিয়ায় জন্মেছেন। ১১ বছর বয়সেই টেলিভিশানে চলে আসেন তিনি। নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর মেঘান থিয়েটারে মনোনিবেশ করেন। পরবর্তীকালে আর্জেন্টিনাতে মার্কিন দূতাবাসেও ইন্টার্নশিপ করেন তিনি।

পেশাগতভাবে কী করতে মেগান?
মেগান 'দ্য টিগ' নামের একটি ওয়েবসাইটের এডিটর ইন চিফ। এছাডা়ও একটি কানাডিয়ান পোশাক প্রস্তুতকারক সংস্থার সঙ্গে যোগ রয়েছে মেঘানের। এছাড়াও মার্কিন ছবি 'গেট হিম টু গ্রিক' ও 'রিমেমবার মি' -তে অভিনয় করেন মেঘান।

মেগানের প্রথম বিয়ে
২০০৪ সালে অভিনেতা তথা প্রযোজক ট্রেভর এঙ্গেলসনকে বিয়ে করেন মেগান। পরবর্তী কালে ২০১৩ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। অনেকেই এক্ষেত্রে মেগানের দাপটকে দায়ী করেছিলেন।

পর্নস্টারের সঙ্গে ডেট!
২০০৪ সালে 'স্কেয়ারি মুভি' ছবির অভিনেতা তথা পর্নস্টার সিমন রেক্সের সঙ্গে ডেট করেন মেঘান। রেক্স একটা সময়ে 'বেস্ট গে মডেল ভিডিও' পুরস্কারও জিতেছেন । আর তার সঙ্গে মেগানের সম্পর্ক নিয়েও বেশ কিছুটা জল ঘোলা হয়। আর সেই মেঘানকে এদিন রাজবধূ হিসাবে প্রবেশ করতে দেখা যাবে ব্রিটিশ রাজ পরিবারে।