For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক বছরে ৫০ জনকে গর্ভবতী করেছেন, জেনে নিন এই 'স্পার্ম ডোনর' সম্পর্কে

  • |
Google Oneindia Bengali News

লন্ডন, ২৪ জুলাই : যারা বলেন ফেসবুকের মতো স্য়োশাল নেটওয়ার্কিং সাইট শুধু বেলেল্লাপনার জন্য, তাদের মুখে ঝামা ঘষে দিতে পারে এই প্রতিবেদন। যারা সমলিঙ্গের মানুষদের দিকে নাক কুঁচকে তাঁকান, বাঁকা ঠোঁটে কথা বলেন, তাদেরকেও একইসঙ্গে একহাত নিয়ে পারে এই প্রতিবেদন।

কীভাবে? জানুন তাহলে। কেনজি কিলপ্যাট্রিক, ব্রিটেনের ২৬ বছরের এক যুবক সম্প্রতি ১০ সন্তানের পিতা হয়েছেন। ঘাবড়ে যাবেন না। আজকের যুগে সবই সম্ভব যদি মনের মধ্যে সৎ ইচ্ছে থাকে।

এক বছরে ৫০ জনকে গর্ভবতী করেছেন এই 'স্পার্ম ডোনর'


আসলে বার্মিংহ্যামের বাসিন্দা কেনজি সমকামী। তবে যেসকল দম্পতির বহুদিন কোনও সন্তান হচ্ছে না, তাদের পাশে সে দাঁড়াতে চেয়েছেন। আর সেটা ভেবেই গতবছর জুন মাসে তিনি ফেসবুকে একটি পেজ তৈরি করে নিজের স্পার্ম দান করতে চেয়ে আবেদন জানান।

যেসকল দম্পতির সন্তান ধারণের ইচ্ছে তাদের উদ্দেশ্য়েই এই পোস্টটি ছিল। এরপর কেনজির কাছে বহু আবেদন আসতে থাকে। আর এভাবেই গত ১ বছরে কেনজি ৫০ জনের মতো নিঃসন্তান মহিলাকে সন্তান ধারণে সাহায্য করেছেন নিজের স্পার্ম দিয়ে।

জানা গিয়েছে, গত কয়েক সপ্তাহের মধ্যে ৬ জন মহিলা ২ টি কন্যা ও ৫ টি পুত্রের জন্ম দিয়েছেন। এর মধ্যে যমজও রয়েছে। আগামী কয়েক সপ্তাহে আরও অনেক মহিলা সন্তানের জন্ম দিতে চলেছেন।

কেনজি জানিয়েছেন, এতজনকে সাহায্য করতে পেরে তিনি খুশি। তবে এরজন্য আলাদা করে কোনও টাকা তিনি দাবি করেন না। শুধুমাত্র যাতায়াতের খরচ দম্পতির সঙ্গে সাক্ষাতের সময় হোটেল ভাড়া মিটিয়ে দিলেই তার চলে যায়।

English summary
Meet UK's sperm donor, who helped 50 women to get pregnant
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X