For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন লস্কর প্রধান হিসাবে নিযুক্ত হলেন হাফিজ সঈদের আত্মীয় মক্কি

পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়া ও লস্কর-ই-তৈবার প্রধান হফিজ সঈদকে নিয়ে পাকিস্তানের অবস্থান এখনও স্পষ্ট নয়।

  • |
Google Oneindia Bengali News

ইসলামাবাদ, ১৩ মার্চ : পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়া ও লস্কর-ঈ-তৈবার প্রধান হফিজ সঈদকে নিয়ে পাকিস্তানের অবস্থান এখনও স্পষ্ট নয়। এখনও লাহোরে গৃহবন্দি জঙ্গি নেতা হফিজ। এরই মধ্যে হাফিজের জায়গায় লস্করের প্রধান পদে নিযুক্ত হল, হফিজের আত্মীয় আব্দুল রহমান মক্কি।

সম্পর্কে হাফিজ সঈদের শ্যালক তথা জঙ্গি আব্দুল রহমান মক্কির মাথার দাম ২ মিলিয়ন মার্কিন ডলার হিসাবে অনেকদিন আগে থেকেই ঘোষিত। জঙ্গি সংগঠনে হাফিজের পরেই নাম ছিল তার শ্যলক মক্কির। সেইমত তাকেই বিশ্বের অন্যতম কুখ্য়াত জঙ্গি সংগঠনের প্রধান হিসাবে নিযুক্ত করা হল। সূত্রের খবর, সংগঠন কিছুদিনের মধ্যেই কাশ্মীরে নিজেদের শিবিরকে আরও শক্তিশালী করবার পরিকল্পনা নিচ্ছে। তার আগে সংগঠন চাইছিল ,সংগঠনের প্রশাসনিক দায়িত্ব এমন কারও হাতে যাক, যে স্বাধীনভাবে জঙ্গি কার্যকলাপ চালাতে পারবে। কারণ হাফিজ জেলবন্দী হয়ে যাওয়ার পর , সংগঠন অনেকটাই দুর্বল হয়ে যাচ্ছিল বলে দাবি অনেকের।

নতুন লস্কর প্রধান হিসাবে নিযুক্ত হলেন হাফিজ সঈদের আত্মীয় মক্কি

এর আগে মার্কিন চাপে পড়ে, বাধ্য হয়ে জঙ্গি নেতা হফিজ সঈদকে লাহোরে ৯০ দিনের জন্য গৃহবন্দি করতে বাধ্য হয়েছে পাকিস্তান। তারপর থেকেই জঙ্গি শিবির জামাত-উদ-দাওয়া তথা লস্কর-ই তৈবা প্রধানকে নিয়ে কড়া অবস্থান নিতে ব্যার্থ হয়েছে ইসলামাবাদ।

প্রসঙ্গত, গত ৩০ তারিখ থেকে সঈদ এবং জেইউডি ও ফালাহ-এ-ইনসানিয়ত (এফআইএফ)-এর চার নেতাকে ৯০ দিনের জন্য গৃহবন্দি করে রাখা হয়। দুই সংগঠনের একাধিক দফতর বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি, সংগঠনগুলির ওপর নজরও রাখা হচ্ছে। হাফিজ সঈদ সহ ৩৭ জনের নাম এগজিট কন্ট্রোল লিস্টে রাখা হয়েছে, যাতে তারা দেশ ছাড়তে না পারে।

English summary
Abdul Rehman Makki will be the new chief of the Lashkar-e-Tayiba and the Jamaat-ud-Dawa. Makki is the brother in law of Hafiz Saeed, the founder of the two outfits. The decision to appoint Makki as the new chief was taken after Saeed was placed under house arrest. He has been ordered to be placed under house arrest for 90 days.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X