For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এমবাপে এখন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়, মেসি-রোনালদো একশো জনের তালিকায় নেই

সিআইইএস ফুটবল অবজারভেটরি- কিছু মানদন্ড ঠিক করেছে একজন ফুটবলারের বর্তমান বাজারে যা সঠিক মূল্য নির্ধারণ করতে সাহায্য করে।

  • By Bbc Bengali

কিলিয়ান এমবাপে
Getty Images
কিলিয়ান এমবাপে

প্যারিস সেইন্ট জার্মেইয়ের ফ্রেঞ্চ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে এখন বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবলার। সিআইইএস ফুটবল অবজারভেটরি দামি ফুটবলদের এই তালিকা করেছে।

একশো জনের এই তালিকায় ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসির মতো ফুটবলাররা নেই।

ফুটবল বাজারে কিলিয়ান এমবাপের মূল্যমান এখন সাড়ে সতেরো কোটি পাউন্ডেরও বেশি।

এই তালিকায় এমবাপের পরেই আছেন স্পেনের ক্লাব রেয়াল মাদ্রিদের ব্রাজিলিয়া ফরোয়ার্ড ভিনিশিয়াস জুনিয়র।

ভিনিশিয়াসের মূল্যমান পনের কোটি তিরাশি লাখ মতো।

এই মৌসুমে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যাচ্ছেন এর্লিং হলান্ড।

এই নরওয়েজিয়ান ফুটবলারের বাজারে দাম আছে তের কোটি পাউন্ডের বেশি।

ইংলিশ ফুটবলারের মধ্যে জুড বেলিংহাম আছেন সবার ওপরে। তার দাম প্রায় সাড়ে এগারো কোটি পাউন্ড।

এই তালিকায় প্রথম ১০০ ফুটবলারের মধ্যে ৪১ জনই ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছেন।

কিসের ভিত্তিতে এই দাম ঠিক করা হচ্ছে

সিআইইএস ফুটবল অবজারভেটরি- কিছু মানদণ্ড ঠিক করেছে, একজন ফুটবলারের বর্তমান বাজারে যা সঠিক মূল্য নির্ধারণ করতে সাহায্য করে।

কিন্তু এটাও পরিবর্তন হতে পারে, যদি একজন ফুটবলারের জন্য একের অধিক ক্লাব আগ্রহী থাকে এবং তারা আরও বেশি অর্থ ঢালতে চায় সেই নির্দিষ্ট ফুটবলারের জন্য।

সেক্ষেত্রে এই দাম আরও বাড়তে পারে।

যেমন ফরাসী ফুটবলার কিলিয়ান এমবাপে প্যারিস সেইন্ট জার্মেইয়ের সাথে তিন বছরের নতুন চুক্তি করেছেন।

এর আগে তার রেয়াল মাদ্রিদে যোগ দেয়ার খবরই পাওয়া যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত পিএসজিতে থাকার সিদ্ধান্ত নেন।

বাজারে তার চাহিদা দেখে পিএসজিও এমবাপের বেতন-ভাতা বাড়িয়ে দেয়।

ক্লাবের নানা সিদ্ধান্তে এমবাপের মতামতের গুরুত্ব পাবে বলে কথা দিয়েছে।

এছাড়া তিনি শুধু প্রভাবশালী ফুটবলারই নন, মাঠেও তিনি অন্যতম সেরা এই সময়ে।

ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছেন, পিএসজির হয়ে সদ্য শেষ হওয়া মৌসুমে লিগের সর্বোচ্চ ২৮টি গোল করেছেন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এমবাপের বয়স মাত্র ২৩।

তাকে এখন যে ক্লাবই দলে রাখবে তারাই লাভবান হবে।

এমবাপের জন্য বিজ্ঞাপন নির্মাতারা হন্যে হয়ে থাকে।

তার জার্সি বিক্রি হয় দেদারসে। এই অর্থের পরিমাণ ক্রমশ বাড়বেই।

এমবাপেও আরও অনেক দিন মাঠে পারফর্ম করার নিশ্চয়তাও দেন।

একজন খেলোয়াড়ের বয়স এখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বয়সের সাথে পারফরম্যান্স, কতোদিনের চুক্তি আছে, ক্যারিয়ারে কতদূর এগোলেন এবং আন্তর্জাতিক ফুটবলে কোন দলে খেলেন - এসব বিষয় এখানে কাজ করে।

সিআইইএস ফুটবল অবজারভেটরি ২০১২ সালের জুলাই মাস থেকে শুরু করে ২০২০ সালের জানুয়ারি পর্যন্ত ১৭৯০জন ফুটবলারের ট্রান্সফারের ইতিহাস থেকে তথ্য উপাত্ত নিয়ে এই গবেষণাটি করেছে।

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো
Getty Images
লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো

রোনালদো-মেসি কেন নেই?

গত দুই দশকের বিশ্বের সবচেয়ে সফল ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো।

পেশাদার ফুটবলে সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোলের মালিক রোনালদো।

ইউরোপিয়ান টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বেশি গোলের মালিক রোনালদো। পাঁচবার জিতেছেনও এই ট্রফি।

লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি গোলের মালিক এখন।

সম্প্রতি এক ম্যাচে পাঁচ গোল দিয়ে তিনি হাঙ্গেরির পুসকাসের গোলসংখ্যাও অতিক্রম করে গেছেন।

লা লিগার ইতিহাসে মেসিই সবচেয়ে সফল ফুটবলার। চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও জিতেছেন তিনি।

তবে বয়সের কারণে এবং ক্লাবে নিজেদের অবস্থানের কারণে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো বড় তারকারা এই তালিকার সেরা ১০০তেও জায়গা পাননি।

কারণ এই বয়সের ফুটবলাররা প্রায় নিজেদের শেষ ক্লাবে খেলছেন।

ধারণা করা হচ্ছে এরপর লিওনেল মেসির গন্তব্য হতে পারে যুক্তরাষ্ট্র।

রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডেই তার শেষ মৌসুম খেলছেন বলেও শোনা যাচ্ছে।

এই দুজনই মূলত ২০২২ সালের কাতার বিশ্বকাপকে কেন্দ্র করেই ফুটবল খেলছেন।

যে কারণে পিএসজির হয়ে বিবর্ণ মেসি আর্জেন্টিনার জার্সি গায়ে দুর্দান্ত পারফর্ম করছেন।

ক্রিশ্চিয়ানো রোনালদোর বয়স আগামী ফেব্রুয়ারিতে ৩৮ হবে।

পেশাদার ফুটবলে এই বয়সে শীর্ষ পর্যায়ের খেলা চালিয়ে যাওয়ার ঘটনা খুব বেশি নেই।

সিআইইএস ফুটবল অবজারভেটরির বাজারের দামের হিসেবে সেরা একশো ফুটবলারদের মধ্যে ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনার বয়সই সবচেয়ে বেশি - ৩০।

এই তালিকার সবচেয়ে দামি ডিফেন্ডার ম্যানচেস্টার সিটির পর্তুগিজ তারকা রুবেন দিয়াজ, তার বাজার মূল্য প্রায় ১১ কোটি পাউন্ড।

বাজারের দাম বিবেচনায় বর্তমান ফুটবলারদের মধ্যে সবচেয়ে মূল্যবান যারা

কিলিয়াম এমবাপে: ১৭.৫৭ কোটি পাউন্ড

ভিনিশিয়াস জুনিয়র: ১৫.৮৩ কোটি পাউন্ড

এরলিং হলান্ড: ১৩ কোটি পাউন্ড

পেদ্রি: সাড়ে ১১ কোটি পাউন্ড

জুড বেলিংহাম: প্রায় সাড়ে ১১ কোটি পাউন্ড

ফিল ফডেন: ১০ কোটি ৫ লাখ পাউন্ড

ফ্রেঙ্কি ডি ইয়ং: ৯ কোটি ৬১ লাখ পাউন্ড

লুইস দিয়াজ: ৯ কোটি ৪০ লাখ পাউন্ড

রুবেন দিয়াজ: সাড়ে ৯৩ কোটি পাউন্ডের কিছুটা বেশি

ফেরান তোরেস: সাড়ে ৯৩ কোটি পাউন্ড

English summary
Mbabape is now the most expensive player in the world, Messi-Ronaldo is not in the list of 100 people
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X