For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেমন আছে শরীর! জইশ মুখপত্রে নিজেই কলম ধরল মাসুদ আজহার

জইশের সাপ্তাহিক পত্রিকা আল কালাম-এ কলাম ধরেছে আজহার।

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানে বসে ভারত বিরোধী ছক কষা কুখ্যাত জঙ্গি মাসুদ আজহারের গোষ্ঠী জইশ ই মহম্মদ পুলওয়ামায় আত্মঘাতী হামলা চালিয়ে ৪০ জনের বেশি সেনা জওয়ানকে মেরে ফেলেছে। তারপরে ভারত এয়ার স্ট্রাইক চালিয়েছে। এবং মাসুদ আজহারকে ভারতে হামলার দায়ে ব্যবস্থা নিতে পাকিস্তানকে প্রমাণ জমা করেছে। পাকিস্তান প্রথমে মাসুদের পাকিস্তানে থাকার খবর স্বীকার না করলেও পরে দেশের বিদেশমন্ত্রী মেহমুদ কুরেশি জানান, আজহার খুব অসুস্থ। চলাফেরা করার ক্ষমতা নেই।

কেমন আছে শরীর! জইশ মুখপত্রে নিজেই কলম ধরল মাসুদ আজহার

তারপরই ভারতীয় সংবাদমাধ্যমে রটে যায়, মারা গিয়েছে মৌলানা মাসুদ আজহার। যদিও সেই খবরের কোনও সরকারি স্বীকৃতি মেলেনি। পাকিস্তানও এই বিষয়ে কিছু জানায়নি।

এতদিন পরে জইশের সাপ্তাহিক পত্রিকা আল কালাম-এ কলাম ধরেছে আজহার। সে সেখানে সাদি ছদ্মনামে লেখে। সেখানে আজহার লিখেছে, আমি ভালো আছি। কিডনি, লিভার সব ঠিক আছে। একইসঙ্গে সে দাবি করেছে, ভারত কোনও এয়ার স্ট্রাইক করেনি।

[আরও পড়ুন: পাকিস্তানের নয়া ছকের পর্দাফাঁস ভারতের, জইশ ও তালিবানদের দিয়ে ভারতে হামলার ছক ইমরানের দেশের][আরও পড়ুন: পাকিস্তানের নয়া ছকের পর্দাফাঁস ভারতের, জইশ ও তালিবানদের দিয়ে ভারতে হামলার ছক ইমরানের দেশের]

নিজের কলামে আজহার লিখেছে, সে সুস্থ রয়েছে। তার বা সঙ্গীদের ভারত কোনও ক্ষতি করতে পারেনি। কাশ্মীরে সেনার ওপরে হামলা চালিয়ে নিহত হওয়া আদিল দারের প্রশংসা করে মাসুদ বলেছে, দারুণ কাজ করেছে আদিল। যে কাজ সে শুরু করেছে, তা তাড়াতাড়ি বন্ধ হবে না।

[আরও পড়ুন: মাসুদ আজহারকে বাঁচাতে গিয়ে নিরাপত্তা পরিষদে চিনকে একঘরে করে দিয়েছে ভারত ][আরও পড়ুন: মাসুদ আজহারকে বাঁচাতে গিয়ে নিরাপত্তা পরিষদে চিনকে একঘরে করে দিয়েছে ভারত ]

নিজের কলামে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে দুঃখপ্রকাশ করেছে আজহার। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিশানা করতে ছাড়েনি।

[আরও পড়ুন:সোশ্যাল মিডিয়ায় নিউজিল্যান্ডের হত্যাকারীর ম্যানিফেস্টো! হামলাকারী জানাল কারণ][আরও পড়ুন:সোশ্যাল মিডিয়ায় নিউজিল্যান্ডের হত্যাকারীর ম্যানিফেস্টো! হামলাকারী জানাল কারণ]

English summary
Maulana Masood Azhar pens column in JeM mouthpiece Al-Qalam
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X