For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যুক্তরাষ্ট্রে প্রচণ্ড তুষার-ঝড়, হাজার হাজার বাড়িতে বিদ্যুৎ নেই

  • By Bbc Bengali

ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে অনেক জায়গায় আড়াই ফুট পর্যন্ত তুষারপাত হয়
Getty Images
ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে অনেক জায়গায় আড়াই ফুট পর্যন্ত তুষারপাত হয়

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকুলে বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রচণ্ড ঝড় ও তুষারপাতে হাজার হাজার বাড়িঘরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, বিপর্যস্ত হয়ে পড়েছে যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা।

শনিবার নর'ইস্টার নামের এই প্রবল তুষারপাত ও ঝড় শুরু হবার আগেই পাঁচটি উপকূলীয় অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের কিছু এলাকায় আড়াই ফুট পর্যন্ত বরফ জমেছে। শনিবার রাত নাগাদ এই রাজ্যের ৮০ হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়।

বোস্টন শহরে শনিবার ২৩ ইঞ্চি পর্যন্ত বরফ পড়েছে - একদিনে এই পরিমাণ বরফ এর আগে মাত্র একবারই পড়েছিল। নিউইয়র্ক শহরে কোন কোন জায়গায় ২ ফুট পর্যন্ত বরফ জমেছে।

আরো পড়তে পারেন:

ভয়ঙ্কর এক তুষারঝড় মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

পাকিস্তানে ভারী তুষারপাতে গাড়িতে আটকা পড়ে ২১ জনের মৃত্যু

উত্তর মেরুর দুর্গম তুষার রাজ্যে রাশিয়ার সামরিক প্রস্তুতি

নিউইয়র্ক শহরের টাইমস স্কোয়ারে বরফ পরিষ্কার করা হচ্ছে
Reuters
নিউইয়র্ক শহরের টাইমস স্কোয়ারে বরফ পরিষ্কার করা হচ্ছে

ম্যাসাচুসেটস ও নিউইয়র্কে প্রবল তুষার-ঝড়ের সাথে দেখা দেয় উপকুলীয় বন্যা। লোকজনকে ঘরে থাকতে এবং একান্ত বাধ্য হয়ে রাস্তায় নামতে হলে 'সারভাইভাল কিট' অর্থৎ প্রচণ্ড ঠাণ্ডায় বেঁচে থাকার সামগ্রী সাথে রাখতে বলা হয়েছে।

এ ধরনের ঝড়কে স্থানীয়রা বলেন 'বম্ব সাইক্লোন।' যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সার্ভিস বলেছেন, এই ঝড়টির সময় 'বম্বোজেনেসিস' নামে একটি প্রক্রিয়া ঘটেছে - যার ফলে সমুদ্রের ওপরকার অপেক্ষাকৃত উষ্ণ বাতাসের সাথে ঠাণ্ডা বাতাস মিশে যায় এবং তাতে বায়ুমণ্ডলের চাপ খুব দ্রুত নেমে যায়।

শনি ও রোববারে প্রায় ৬,০০০ ফ্লাইট বাতিল করা হয়, তবে রোববারের মধ্যে ঝড়-তুষারপাত কমে আসবে বলে আশা করা হচ্ছে।

ম্যাসাচুসেটসে তুষার-ঝড়ের সময় সাগরের বিশাল ঢেউ আছড়ে পড়ছে
Getty Images
ম্যাসাচুসেটসে তুষার-ঝড়ের সময় সাগরের বিশাল ঢেউ আছড়ে পড়ছে

বিবিসি বাংলায় আজকের আরো খবর:

পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া

বগুড়ার আলমগীর কেন শুধু 'ভাতের বিনিময়ে’ পড়াতে চান?

বিপিএল অভিষেকে হ্যাটট্রিক করা মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী কে?

অশ্লীল চ্যাট ফাঁস, কলকাতা থেকে ঢাকায় ফেরানো হল কূটনীতিককে

কেপ কডে প্রভিন্সটাউন শহরে শনিবার সব বাড়িতে বিদ্যুৎ চলে যায়। স্থানীয় আবহাওয়াবিদ ম্যাথিউ কাপুচ্চি বিবিসিকে বলেন, বিপুল পরিমাণ তুষারপাত ছিল এক বড় সমস্যা।

তিনি বলেন, কোথাও কোথাও এক ঘণ্টার মধ্যে ৮ থেকে ১০ সেন্টিমিটার পর্যন্ত বরফ পড়েছে - যার ফলে সব রাস্তাই এখন কার্যত বন্ধ ।

আবহাওয়াবিদরা বলেছেন, তুষারঝড়টি এখন মেইন অঙ্গরাজ্যের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকুলের বিস্তীর্ণ এলাকা জুড়েই তীব্র ঠান্ডা পড়বে।

English summary
Massive snow storm in USA
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X