For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দৈত্যকার পণ্যবাহী জাহাজ আটকে ট্র‌্যাফিক জ্যাম সুয়েজ খালে, প্রভাব বিশ্ব বাণিজ্যে

দৈত্যকার পণ্যবাহী জাহাজ আটকে সুয়েজ খালে

Google Oneindia Bengali News

বিশ্বের অন্যতম ব্যস্ত জলপথ সুয়েজ খালে মালবাহী জাহাজ আটকে রীতিমতো ট্র‌্যাফিক জ্যামের সৃষ্টি করেছে। বুধবারও সুয়েজ খাল থেকে ওই মালবাহী জাহাজটিকে সরাতে ব্যর্থ হয়েছে বন্দর কর্তৃপক্ষ। সুয়েজ খাল কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে শিপিং এজেন্ট ইঞ্চকেপ জানিয়েছে যে বৃহস্পতিবার পর্যন্ত জাহাজ চলাচলের কাজ স্থগিত রাখা হয়েছে। শিপ ম্যানেজার জানিয়েছেন যে ড্রেজারসরা জাহাজটিকে বের করার আগে সেটিকে একটু আলগা করার চেষ্টা করছেন।

পানামার বিশাকার পণ্যবাহী জাহাজ

পানামার বিশাকার পণ্যবাহী জাহাজ

জানা গিয়েছে, ৪০০ মিটার লম্বা ও ৫৯ মিটার চওড়া ও ২০০,০০০ মেট্রিক টন ওজনে মালবাহী জাহাজটি আসলে পানামার। চিন থেকে মালবাহী কন্টেনার নিয়ে নেদারল্যান্ডসের বন্দর থেকে এটি রোটারড্যামের দিকে যাচ্ছিল জাহাজটি। মঙ্গলবার সকাল ৭ টা ৪০ নাগাদ পানামা খাল দিয়ে উত্তরদিকে ভূমধ্যসাগরের দিকে যাওয়ার সময়েই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরে যেতে শুরু করে। শেষপর্যন্ত জাহাজের দুই মুখ সুয়েজ খালের দুই পাড়ে ঠেকে যায়। আড়াআড়িভাবে সুয়েজ খালে আটকে দাঁড়িয়ে পড়ে জাহাজটি। আটকে পড়া জাহাজটিকে সরাতে বেশ কয়েকটি টাগ বোট নামানো হয়েছে। সঙ্গে খালের দুই তীরে এক্সাভেটর দিয়ে মাটি কাটার কাজ চলছে। তবে এখনও পর্যন্ত সেই কাজ সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়নি।

 তীব্র যানজটের সৃষ্টি

তীব্র যানজটের সৃষ্টি

বিশ্বের অত্যন্ত ব্যস্ত খাল এভাবে অবরুদ্ধ হয়ে যাওয়ায় জলপথে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরপর দাঁড়িয়ে রয়েছে বেশ কয়েকটি জাহাজ। এভার গিভেন নামে ওই জাহাজটিকে সরানোর কাজে হাত লাগিয়েয়ে মিশরের প্রশাসন। অন্যদিকে, বিশাল জাহাজের সামনে হলুদ রঙের ক্ষুদ্র এক্সাভেটরের ছবি নিয়ে কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় মজা করে লিখেছেন যে বিশাকার জাহাজের সামনে ছোট এক্সাভেটরকে খেলনা বলে মনে হচ্ছে।

 পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে

পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে

তবে সুয়েজ খালে জাহাজ চলাচল করার কাজ রবিবার বা সোমবারের আগে হবে না বলেই মনে করা হচ্ছে। বিশ্বের নৌচলাচলের ১০% ভাগই সামাল দেয় এশিয়া, ইউরোপ ও আফ্রিকার যোগাযোগের নাভিমূল নামে খ্যাত সুয়েজ খাল। সুয়েজ খাল লোহিত সাগরের সঙ্গে ভূমধ্যসাগরকে যুক্ত করেছে। এই খালটির কারণেই এশিয়া ও ইউরোপের মধ্যে সংক্ষিপ্ততম জলপথ উন্মুক্ত হয়েছে। এটি এশিয়া ও আফ্রিকাকে যুক্তকারী সরু ভূখণ্ড সুয়েজের ভেতর দিয়ে গিয়েছে। ১৯৩ কিলোমিটার দীর্ঘ এই জলপথটিতে তিনটি প্রাকৃতিক হ্রদ আছে। সুয়েজ ছাড়া বিশ্বের অন্যন্য গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হলো পানামা খাল, পারস্য উপসাগর ও দক্ষিণ চীন সাগর।

বিশ্ববাণিজ্যে প্রভাব

বিশ্ববাণিজ্যে প্রভাব

তবে সুয়েজে এভার গিভেন নামে জাহাজটি আটকে পড়ার দরুণ এতে বিশ্ববাণিজ্য ও জলযোগাযোগ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলবে। এটি বন্ধ থাকলে যে এশিয়া-ইউরোপের জলপথে পণ্য পরিবহনে বড় প্রভাব পড়বে তা বলাই বাহুল্য। ক্ষতির পরিমাণ যে কতটা তা স্পষ্ট হয়ে উঠেছে পরিসংখ্যানে। খালটিতে জাহাজ চলাচল ব্যহত হওয়ায় প্রতি ঘণ্টায় বিশ্ববাণিজ্যে ৪০০ মিলিয়ন ডলার ক্ষতি হচ্ছে।

করোনা পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে, মুম্বইয়ের মেয়রের বার্তায় ফের লকডাউনের ইঙ্গিতকরোনা পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে, মুম্বইয়ের মেয়রের বার্তায় ফের লকডাউনের ইঙ্গিত

English summary
massive ship blocking suez canal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X