For Daily Alerts
আগুনে ভস্মীভূত ২৪ জন! জাপানের অ্যানিমেশন স্টুডিও দেখল বিভীষিকার ছবি
আগুনে ভস্মীভূত গোটা একটা অ্যানিমেশন স্টুডিও। আর তার জেরেই নিহত হয়েছেন ২৪ জন। খোঁজ পাওয়া যাচ্ছে না বহু মানুষের। এমনই এক অবস্থা তৈরি হয়েছে জাপানের কিওটোর অ্যানিমেশন স্টুডিওতে।

গোটা ঘটনায় এখনও পর্যন্ত আহত ৩৫ জন। কিওটোর দমকল বিভাগের তরফে জানানো হয়েছে এমনই তথ্য। তাঁরা জানিয়েছেন, একটি তিনতলা ভবনে আগুন লাগবার ঘটনায় ২৪ জনের মৃত্যু হয়েছে। এই তিনতলা ভবনের মধ্যেই ছিল একটি অ্যানিমেশন স্টুডিও। আর সেখানেই ঘটে গিয়েছে এমন কাণ্ড। প্রাথমিকভাবে ১২ জনের মৃত্যুর খবর আসতে শুরু করে। স্থানীয়দের মতে ১২ নয়, ২৪ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
গোটা ঘটনা গিরে জাপান জুড়ে আতঙ্ক গ্রাস করেছে। যদিও কোন কারণে এই আগুন লেগেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি।