For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আন্টার্কটিকার ভেঙে যাওয়া সুবিশাল হিমশৈলের চমকে দেওয়া ছবি সামনে আনল নাসা

নাসা আন্টার্কটিকার ভাঙন ধরা সুবিশাল বরফশৈলের ছবি সামনে এনেছে। এই হিমশৈলের ছবি সামনে আসার পরেই চাঞ্চল্য তৈরি হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা আন্টার্কটিকার ভাঙন ধরা সুবিশাল বরফশৈলের ছবি সামনে এনেছে। গতিশীল এই হিমশৈলের ছবি সামনে আসার পরেই চাঞ্চল্য তৈরি হয়েছে।

[আরও পড়ুন:মহাকাশে গেলেও হারিয়ে যাওয়ার ভয় নেই, সাহায্য হাজির হবে গুগল ম্যাপ][আরও পড়ুন:মহাকাশে গেলেও হারিয়ে যাওয়ার ভয় নেই, সাহায্য হাজির হবে গুগল ম্যাপ]

আন্টার্কটিকার ভেঙে যাওয়া সুবিশাল হিমশৈলের চমকে দেওয়া ছবি সামনে আনল নাসা

দক্ষিণ গোলার্ধে শীতকাল হওয়ায় আন্টার্কটিকা অন্ধকারে ঢেকে রয়েছে। এই অবস্থাতেই নাসার ল্যান্ডসেট ৮ কৃত্রিম উপগ্রহ 'থার্মাল ইনফ্রারেড সেন্সর'-এর মাধ্যমে ৫৮০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ফাটল ধরা আন্টার্কটিক লারসেন সি হিমশৈলের ছবি সামনে এসেছে।

[আরও পড়ুন:'নাসার' আবিষ্কার: স্মার্ট ফোনে ভাসা যাবে মহাশূণ্যে, লাগানো যাবে গাছ][আরও পড়ুন:'নাসার' আবিষ্কার: স্মার্ট ফোনে ভাসা যাবে মহাশূণ্যে, লাগানো যাবে গাছ]

দেখা গিয়েছে, হিমশৈল বেশ কয়েকটি টুকরোয় ভেঙে গিয়েছে। এর ফলে আন্টার্কটিক পেনিনসুলায় বড় বদল এসেছে। এই ভেঙে যাওয়া হিমশৈল আগামিদিনে আর কী বদল আনে তাই এখন পর্যবেক্ষণে রেখেছেন বিজ্ঞানীরা।

আন্টার্কটিকার ভেঙে যাওয়া সুবিশাল হিমশৈলের চমকে দেওয়া ছবি সামনে আনল নাসা

[আরও পড়ুন:উল্টে দেখুন পাল্টে গেছে' : 'লিও', 'ভার্গো', 'জেমিনি'... সব ওলটপালট! আপনার রাশিই বদলে দিল নাসা?][আরও পড়ুন:উল্টে দেখুন পাল্টে গেছে' : 'লিও', 'ভার্গো', 'জেমিনি'... সব ওলটপালট! আপনার রাশিই বদলে দিল নাসা?]

প্রসঙ্গত এইমাসের জুলাইয়ের ১২ তারিখের মধ্যে পশ্চিম আন্টার্কটিকার ভেঙে গিয়েছে সুবিশাল হিমশৈল। ৫৮০০ বর্গ কিমি-র এই দৈত্যাকার হিমশৈলটি ইউরোপের লুক্সেমবার্গের দ্বিগুন। ওজন এক লক্ষ কোটি টনেরও বেশি। আলাদা হওয়ার আগে থেকেই এই হিমশৈলটি জলে ভাসছিল, ফলে পুরোপুরি ভেঙে আলাদা হলেও সমুদ্রের জলস্তরে এর কোনও প্রভাব পড়েনি বলে জানিয়েছেন সোয়ানসি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এমনকী ভাসমান অবস্থাতেই দৈত্যাকার হিমবাহটির ১২ শতাংশ গলে সমুদ্রে মিশে গিয়েছে।

English summary
NASA has released stunning dark images which show the movement of the trillion-tonne iceberg — one of the largest ever recorded — that recently broke off from Antarctica.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X