For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিউ জিল্যান্ডের সমুদ্রতটে এসে মৃত শতাধিক তিমি

শতাব্দীর অন্যতম করুণ দৃশ্য দেখা গেল নিউ জিল্যান্ডের সাউথ আইল্যান্ড সমুদ্র উপকূলে। সেখানে প্রায় ৪০০ তিমি মাছকে একসঙ্গে তীরে এসে পড়ে থাকতে দেখা যায়।

  • |
Google Oneindia Bengali News

অকল্যান্ড, ১০ ফেব্রুয়ারি : শতাব্দীর অন্যতম করুণ দৃশ্য দেখা গেল নিউ জিল্যান্ডের সাউথ আইল্যান্ড সমুদ্র উপকূলে। সেখানে প্রায় ৪০০ তিমি মাছকে একসঙ্গে তীরে এসে পড়ে থাকতে দেখা যায়। রাত কাটিয়ে ভোর হতে না হতেই বিধ্বস্ত হয়ে যায় ৩০০ তিমি মাছ। প্রাণ যায় শতাধিক তিমির।

বাকি তিমিদের বাঁচাতে শুরু হয় উদ্ধার কাজ। উদ্ধারের কাজে অংশ নেন স্থানীয়রা। জড়ো হন আশপাশের সমাজসেবা সংস্থার বেশ কিছু কর্মী। নিউ জিল্যান্ডের সংরক্ষণ বিভাগের তরফে খতি দেখার পর জানানো হয়েছে ,প্রায় ৪১৬টি পাইলট তিমি মঙ্গলবার রাত থেকে উপকূলে আশ্রয় নেয়।

নিউ জিল্যান্ডের সমুদ্রতটে এসে মৃত শতাধিক তিমি

ঘটনার প্রেক্ষিতে এলাকাবাসীদের নিজেদের কাছ ছেড়ে এসে তিমিদের উদ্ধারের কাজে হাত লাগানোর জন্য আবেদন জানানো হয়। সেই আবেদনে সাডা় দেন বহু স্থানীয় বাসিন্দা।
তিমিদের আবার তাদের পুরনো অবস্থায় সমুদ্রে ফিরিয়ে দিতে এই উদ্যোগ ।

সমুদ্রের অগভীর জলে তিমিরা দিক ভ্রষ্ট হয়ে এরকম ভাবে সমুদ্রতটে চলে আসে বলে প্রাথমিক অনুমান। বহু সেবা যত্নের পর তিমিদের জলে ছেড়ে দেওয়া হয়। উদ্ধারকারীদের মতে তিমিরা পথ চিনে আবার পুরনো বাসস্থানের দিকে এগিয়ে যায়।

English summary
In what is being called the worst mass stranding in decades, over 400 whales were beached on New Zealand's Farewell Spit on Friday. By the time dawn came, nearly 300 of them had already perished
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X