For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের রক্তাক্ত আমেরিকা, বন্দুকবাজের গুলিতে প্রাণ গেল ৮ ইহুদির

শনিবার সকালে আমেরিকার পিটসবার্গের একটি সিনাগগে এক বন্দুকবাজের হামলায় ৮ জন প্রাণ হারিয়েছেন।

Google Oneindia Bengali News

সপ্তাহান্তে ফের বন্দুকবাজের তাণ্ডব আমেরিকায়। পিটসবার্গের এক সিনাগগে শনিবার সকালে এই হামলা হয়। এক শিশুর নামকরণ অনুষ্ঠানে এলোপাথারি গুলি চালান ঐ বন্দুকবাজ। ঘটনাস্থলেই প্রাণ হারান ৮ জন। জখম হন আরও ৬ জন। তার মধ্যে ৪ পুলিশ অফিসারও আছেন। এঁদের মধ্যে ১ পুলিশ অফিসারের অবস্থা সঙ্কটজনক। গুরুতর জখম অবস্থায় ধরা পড়েছ বন্দুকবাজ রবার্ট বোয়ার্স-ও।

ফের রক্তাক্ত আমেরিকা, বন্দুকবাজের গুলিতে প্রাণ গেল ৮ ইহুদির

হামলার সময়ে রবার্ট বোয়ার্সও গুলিবিদ্ধ হয়। আপাতত হাসপাতালে তার চিকিৎসা চলছে। প্রাথমিক তদন্তে বন্দুকবাজ রবার্ট জানিয়েছেন, ইহুদিদের প্রতি ঘৃণা বশতই সে এই কাজ করেছে।

সিনাগগটি পিটসবার্গ শহর থেকে কয়েক কিলোমিটার দূরে স্কুইরেল হিল এলাকায় অবস্থিত। পিটসবার্গ শহর ইহুদি অধ্যুষিত এলাকা হিসেবেই পরিচিত। ঘটনার পরই আরও হামলার আশঙ্কায় ইহুদিদের বসত এলাকায় পুলিশ তল্লাশি চালায়। কিন্তু কোনও ধরণের বিস্ফোরক বা সন্ত্রাস হানা যায় এমন কোনও বস্তুর খোঁজ সেখানে মেলেনি।

এদিকে, লাস ভেগাস থেকে এক বিবৃতিতে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জানিয়েছেন, আমেরিকাতে জাতি বিদ্বেষের কোনও স্থান নেই। মার্কিন প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ নেত্রী ইভাঙ্কা ট্রাম্প-ও এক সাফ জানিয়েছেন, আমেরিকার মানুষের ঐক্য জাতি বিদ্বেষীদের থেকে অনেক বেশি শক্তিশালী। তাকে কোনও ভাবেই ভাঙা যাবে না।

তবে এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে। পিটসবার্গের পাবলিক সেফটি ডিরেক্টর ওয়েন্ডেল হিসরিচ জানিয়েছেন, হামলার পর সিনাগগের ভিতরের ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে। চারিদিকে ছড়িয়ে রয়েছে রক্ত। পিটসবার্গের বুকে এমন অপরাধ আগে দেখা যায়নি বলে মন্তব্য করেছেন তিনি।

এদিকে আটলান্টা থেকে ইহুদিদের ফেডারেশনও এক বিবৃতিতে জানিয়েছে গোটা ঘটনায় তারা অত্যন্ত হতাশা এবং উদ্বিগ্ন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক বলেও তারা বিবৃতি দিয়েছে। ইহুদিদের কাছে সিনাগগ অত্যন্ত পবিত্র স্থান। সেখানে এমন ঘটনা সত্যিই এক বিভীষিকা। ইতিমধ্যেই ইহুদি বসতিপূর্ণ এলাকাগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে জিউইস ফেডারেশন।

টুইট করে গোটা ঘটনায় তাঁর উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। টুইটারে তিনি জানিয়েছেন ঘটনাটি সম্পর্কে যা শোনা যাচ্ছে, আদতে ঘটনাটি তার থেকেও বেশি ভয়ানক। পিটসবার্গের মেয়র এবং গভর্ণরের সঙ্গেও কথা বলেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইহুদিদের পাশে মার্কিন প্রশাসন ছিল এবং আগামী দিনেও থাকবে। এই বিষয়ে শীঘ্রই তিনি টেলিভিশনেও বিবৃতি দেবেন বলে জানা গিয়েছে।

English summary
8 people died after a mass shooting took place at a synagogue in America's Pittsburgh on Saturday morning.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X