বিরাট সাফল্য ভারতের, অবশেষে মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা রাষ্ট্রসংঘের
ভোটের মুখেই আন্তর্জাতিক স্তরে বড়সড় কূটনৈতিক সাফল্য পেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। আন্তর্জাতিক চাপে চিন ও পাকিস্তানের সুর নরম হতেই দুই দশক পর মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করল রাষ্ট্রসঙ্ঘ। শীঘ্রই জইশ-ই-মহম্মদের মাথা মাসুদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এবং তার গতিবিধি নিয়ন্ত্রণ করা হবে বলে রাষ্ট্রসঙ্ঘের তরফে জানানো হয়েছে।

বুধবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সন্ত্রাসবাদ বিরোধী নীতি নির্ধারণ সংক্রান্ত ১২৬৭ কমিটির বৈঠকে পুলওয়ামা হামলার মাথা মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতের রাষ্ট্রসংঘের দূত টুইট করে এই খবর জানান। লেখেন, ছোট, বড় সবাই হাত মিলিয়েছেন। সবার সমর্থনের জন্য ধন্যবাদ।
এই ঘোষণার পর জইশ-ই-মহম্মদের মাথা মাসুদ আজহারকে গৃহবন্দী অবস্থা থেকে গোপন আস্তানায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর। যদিও, রাষ্ট্রসঙ্ঘ মাসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করলে পাকিস্তান তাকে আটক করবে বলেই ইসলামাবাদের তরফে আশ্বাস দেওয়া হয়েছে।
Big,small, all join together.
— Syed Akbaruddin (@AkbaruddinIndia) May 1, 2019
Masood Azhar designated as a terrorist in @UN Sanctions list
Grateful to all for their support. 🙏🏽#Zerotolerance4Terrorism
মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার জন্য রাষ্ট্রসংঘের কাছে বারবার আবেদন করে আসছিল ভারত সরকার। কিন্তু তাতে বারবার ভেটো দিচ্ছিল চিন। পুলওয়ামা হামলার পর আন্তর্জাতিক মহল ভারতের পাশে দাঁড়ায়। পাক মদতপুষ্ট জইশ-ই-মহম্মদের মাথা মাসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসী ঘোষণার জন্য ১৩ মার্চ রাষ্ট্রসঙ্ঘে একযোগে প্রস্তাব দেয় আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স। কিন্তু 'পদ্ধতিগত ত্রুটি'র অভিযোগ তুলে তখন সেই প্রস্তাবে ভেটো দেয় চিন।
এরপরেই চিনের উপরে আন্তর্জাতিক চাপ বাড়তে থাকে। ফলে খানিকটা একঘরে হয়েই নিজেদের পুরনো অবস্থান থেকে সরে আসে বেজিং। আন্তর্জাতিক চাপে নমনীয় হয় পাকিস্তানও। রাষ্ট্রসংঘের বুধবারের বৈঠকে সর্বসম্মতিতেই মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করা হয়।