For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পর্যটকদের জন্যে জাপানে মার্শাল আর্টস ক্লাস

জাপানের একটি শহরে বিদেশি পর্যটকদের নিরাপত্তা বাড়াতে পর্যটকদের জন্যে মার্শাল আর্টসের ওপর প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছে পুলিশ।

  • By Bbc Bengali

এই প্রশিক্ষণ দেওয়া হয় বাঁশের তৈরি তলোয়ারের সাহায্যে
Alamy
এই প্রশিক্ষণ দেওয়া হয় বাঁশের তৈরি তলোয়ারের সাহায্যে

জাপানের একটি শহরে বিদেশি পর্যটকদের নিরাপত্তা বাড়াতে দেশটির পুলিশ বাহিনীর পক্ষ থেকে পর্যটকদের জন্যে মার্শাল আর্টসের ওপর প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।

একই সাথে এর উদ্দেশ্য জাপানি কর্মকর্তারা যাতে পর্যটকদের কাছ থেকে কিছু ইংরেজি শিখতে পারেন।

জাপানের স্থানীয় একটি পত্রিকায় এই খবরটি প্রকাশিত হয়েছে।

মাতসু শহরে এধরনের মার্শাল আর্টস প্রশিক্ষণ শুরু হয়েছে গত মার্চ মাস থেকে।

পত্রিকায় প্রকাশিত খবরে বলা হচ্ছে, জুডো এবং কেন্ডোর মৌলিক কিছু বিষয় শেখার জন্যে পর্যটকদের এসব প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের আহবান জানানো হচ্ছে।

এই কোর্স পরিচালনা করা হয় বাঁশের তৈরি তলোয়ারের সাহায্যে।

এসব কোর্স এক ঘণ্টার। এবং ব্ল্যাক বেল্ট-ধারী পুলিশ অফিসাররা এসব কোর্সে পর্যটকদের প্রশিক্ষণ দিচ্ছেন।

কর্মকর্তারা আশা করছেন, এর ফলে জাপানি পুলিশ অফিসাররা আরো ভালো করে ইংরেজিতে কথা বলতে পারবেন। কারণ কোর্সের সময় তারা নিশ্চয়ই পর্যটকদের সাথে ইংরেজিতে কথা বলবেন।

পুলিশ বাহিনী বলছে, এই মার্শাল আর্টস কোর্সের উদ্দেশ্য হচ্ছে শহরের নিরাপত্তা বাড়ানো এবং একই সাথে পর্যটকদের আকৃষ্ট করা।

পত্রিকাটির ওয়েবসাইটে বলা হয়েছে, এসব কোর্সে অংশ নেওয়ার আগে পর্যটকদেরকে নিশ্চিত করতে হবে যে তাদের কাছে দুর্ঘটনা সম্পর্কিত ইনস্যুরেন্স আছে।

কারণ যেকোনো সময় দুর্ঘটনা ঘটে গেলে যাতে ব্যবস্থা নেওয়া যায়।

মার্শাল আর্টস ক্লাসে অংশগ্রহণের জন্যে যেসব উপকরণ লাগবে সেগুলো পুলিশ স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।

বলা হচ্ছে, ক্লাসের পর পর্যটকরা চাইলে তাদের প্রশিক্ষককে সাথে নিয়ে পার্শ্ববর্তী একটি লেকে সূর্যাস্ত দেখতেও যেতে পারেন। পুলিশ বাহিনীর পক্ষ থেকে এই ব্যবস্থাও রাখা হয়েছে।

English summary
Martial arts class to start soon for tourist in Japan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X