For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমেরিকার ভার্জিনিয়া ওয়ালমার্ট সেন্টারে বন্দুকবাজের হামলা, নিহত কমপক্ষে ১০

আমেরিকার ভার্জিনিয়ায় বন্দুকবাজের হামলায় একাধিক ব্যক্তি নিহত হয়েছেন,

Google Oneindia Bengali News

আমেরিকায় ভার্জিনিয়ার চেসাপিকে ওয়ালমার্ট স্টোরের ভেতরে বন্দুকবাজের হামলায় একাধিক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে বন্দুকবাজের হামলা হয় বলে জানা গিয়েছে। চেসাপিক সিটির পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনায় বন্দুকবাজ নিহত হয়ছেন। বেশ কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃত ও আহতদের সংখ্যা এখনও স্পষ্ট নয়। তবে স্থানীয় প্রশাসন অনুমান করছে, নিহতের সংখ্যা ১০ জনের বেশি নয়।

আমেরিকার ভার্জিনিয়া ওয়ালমার্ট সেন্টারে বন্দুকবাজের হামলা, নিহত একাধিক

মঙ্গলবার রাতে চেসাপিক পুলিশ ডিপার্টমেন্টের অফিসার লিও কোসিনস্কি ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, বন্দুকবাজের হামলার প্রায় সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের দ্রুত স্থানীয়দের হাসপাতালে ভর্তি করা হয়েছ। তিনি বলেন, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ঘটনার সঙ্গে একজন বন্দুকবাজ যুক্ত ছিলেন। গুলিতে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

টুইটারে চেপসিক সিটি পুলিশের তরফে জানানো হয়েছে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। বন্দুকবাজের হামলার নেপথ্যে কোন কারণ, পুলিশ তা খতিয়ে দেখছে। তবে পুলিশের তরফে আহত বা নিহতের কোনও স্পষ্ট পরিসংখ্যান দেওয়া হয়নি। তবে একাধিক মার্কিন দৈনিক তাদের প্রতিবেদনে দাবি করছে, ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।

বন্দুকবাজের ভার্জিনিয়ার ওয়াটমার্ট স্টোরের বেশ কিছু ফুটেজ প্রকাশ পেয়েছে। সেখানে দেখা গিয়েছে, গোটা এলাকাটা ভার্জিনিয়া পুলিশ ঘিরে ফেলেছে। বর্তমানে ওয়ালমার্টে সাধারণ নাগরিদের প্রবেশ করতে দিচ্ছে না। পুলিশের তরফে নিহত বা বন্দুকবাজের পরিচয় প্রকাশ করেনি। পুলিশ জানিয়েছে, বন্দুকবাজকে শনাক্ত করতে পুলিশ তদন্ত করতে শুরু করেছে।

ভার্জিনিয়া পুলিশের তরফে বর্তমানে সাধারণ নাগরিকদের ওয়ালমার্ট স্টোরটি এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টার সময় এই হামলার ঘটনা ঘটে। ১০.১২ মিনিটে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে নিহতদের মধ্যে বন্দুকবাজ রয়েছে। তবে বন্দুকবাজ আত্মহত্যা করেছে কি না, সেই বিষয়ে পুলিশের তরফে বিশেষ কিছু জানানো হয়নি।

ভার্জিনিয়া প্রদেশের সেনেটর লুইস লুকাস টুইটারে ওয়ালমার্ট স্টোরে বন্দুকবাজের হামলার ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, 'আমেরিকায় সর্বশেষ বন্দুকবাজের হামলা ভার্জিনিয়ায় ঘটেছে। বন্দুকবাজের হামলায় আমি শোকস্তব্ধ। আমাদের দেশে বন্দুকবাজের হামলা বর্তমানে মহামারীর আকার ধারণ করেছে। এই মহামারী বন্ধ না হওয়া পর্যন্ত আমার বিশ্রাম নেই। দেশে বন্দুকবাজের হামলা বন্ধ করতে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নিতে আমি প্রস্তুত।'

English summary
Multiple fatalities shooting in US Walmart store in Virginia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X