For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

MH370: পাইলটের কারণেই কি দুর্ঘটনা ? ঘনাচ্ছে বিমান রহস্য

MH370: পাইলটের কারণেই কি দুর্ঘটনা ? ঘনাচ্ছে বিমান রহস্য

Google Oneindia Bengali News

হঠাৎ করে উধাও হয়ে গিয়েছিল মালেশিয়ান এয়ারলাইন্সের এমএইচ৩৭০। ২০১৪ সালের ৮ মার্চ ঘটেছিল সেই দুর্ঘটনা। ২৩৯ জন যাত্রী ছিল সেই বিমানে। অনেক খোঁজা খুঁজির পরেও তার কোনও হদিশ পাওয়া যায়নি। শেষে একটি বিমানের ধ্বংসাবশাস দেখে মনে করা হচ্ছে সেই সেই হারিয়ে যাওয়া এমএইচ৩৭০ বিমান। মনে করা হচ্ছে বিমানের পাইলটই বিমানটি অবতরণ করিয়েছিল।

MH370: পাইলটের কারণেই কি দুর্ঘটনা ? ঘনাচ্ছে বিমান রহস্য

অর্থাৎ কুয়ালালামপুর থেকে বেজিং যাওয়ার পথে বিমানটি নিরুদ্দেশ হয়ে যাওয়ার নেপথ্যে ছিলেন বিমানের পাইলট। যদিও এখনই নিশ্চিত করে গবেষকরা কিছু দাবি করছেন না। ধ্বংস্তূপ দেখে প্রমাণ সংগ্রহে ব্যস্ত রয়েছেন তাঁরা। ২০১৭ সালে এক মৎস্যজীবী এই বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পান। সেই থেকে অনুমান করা হচ্ছে টেটলির কাছেই সমুদ্রে অবকরণ করানো হয়েছিল বিমানটি।

তদন্তকারীরা জানিয়েছিলেন হয়তো মাঝ আকাশে দুটি ইঞ্জিন কাজ করা বন্ধ করে দিয়েছিল। সেকারণেই পাইলট সমুদ্রের মধ্যে সেটি অবতরণ করাতে বাধ্য হয়েছিলেন। কিন্তু যে ধ্বংসস্তূপ উদ্ধার হয়েছে তাতে ইঞ্জিনে কোনও গলদ পাওয়া যায়নি। ইঞ্জিনগুলি একেবারেই ঠিক রয়েছে। সেগুলো জ্বলেও যায়নি। সেই থেকে অনুমান করা হচ্ছে পাইলটই দুর্ঘটনার নেপথ্যে রয়েছে। পাইলট যদি জরুরি অবতরণ ঘটান সমুদ্রে তাহলে সেটি ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এক্ষেত্রে সেটাই ঘটেছে বলে দাবি করা হচ্ছে। অর্থাৎ পাইলটের কারণেই বিমানটি সমুদ্রে ভেঙে পড়ে ডুবে যায় বলে মনে করছেন তদন্তকারীরা।

Bank Privatisation: বছরের শুরুতেই আরও একটি ব্যাঙ্কের বেসরকারিকরণ! বড় ঘোষণা অর্থমন্ত্রীর সীতারমনেরBank Privatisation: বছরের শুরুতেই আরও একটি ব্যাঙ্কের বেসরকারিকরণ! বড় ঘোষণা অর্থমন্ত্রীর সীতারমনের

English summary
MH370 Plane crash Debries Found
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X