ফিদেলের দেশে দীর্ঘ চার দশক পর নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা
প্রায় ৪৩ বছর পর প্রধানমন্ত্রী নির্বাচন হল কিউবায়। চলতি বছরের শেষ সংসদ অধিবেশনে ৫৯৪ জন ডেপুটির অনুমোদনে সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেয়ে প্রায় চার দশকেরও বেশি সময় পর প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন ম্যানুয়াল মারেরো ক্রুজ।

১৯৫৯ সালে ফিদেল কাস্ত্রো কিউবার ক্ষমতায় আসেন, এরপর তাঁর উত্তরসূরি হিসেবে ২০০৮ সালের ২৪ ফেব্রুয়ারি দেশটির প্রেসিডেন্টের নির্বাচিত হন ফিদেলের ভাই রেউল কাস্ত্রো। ১৯৭৬ সালে ফিদেল কাস্ত্রো 'প্রধানমন্ত্রী’ পদটি বিলুপ্ত ঘোষণা করেন। চলতি বছরে গত এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন সংবিধান অনুযায়ী ৫ বছর মেয়াদী প্রধানমন্ত্রীর পদটি পুনরায় চালু করা হয়।
৫৬ বছর বয়সী ম্যানুয়াল মারেরো প্রায় ১৬ বছর কিউবার পর্যটন মন্ত্রী হিসেবে কাজ করেছেন।২০০৪ সালে কাস্ত্রো তাকে পর্যটন-মন্ত্রী হিসেবে নিয়োগ করেন। এবার আগামী পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। কিউবার নতুন প্রেসিডেন্ট দিয়ার ক্যানেল বলেন, " 'মারেরো কঠোর পরিশ্রমী ও সত্। দীর্ঘ ১৬ বছর তিনি সফলভাবে পর্যটন-মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে তাকে পেয়েও আমরা আশাবাদী"।
মমতার জন্যই বাংলায় ১৮ আসন জিতেছে বিজেপি! রাজধর্ম প্রসঙ্গে সাফ কথা অধীরের