'মন্দির ওহি বানায়েঙ্গে ' স্লোগানে তোলপাড় 'হাউডি মোদী'র আসর! স্টেডিয়ামের উন্মাদনার ভিডিও ট্রেন্ডে
এ যেন পুরো ক্রিকেট ম্যাচ ঘিরে স্টেডিয়ামের বাইরের উন্মাদনা। হিউস্টনে নরেন্দ্র মোদীর সভা ' হাউডি মোদী' নিয়ে ছিল চরম উন্মাদনা। সভার শুরু থেকেই সেখানে উপস্থিত প্রবাসী ভারতীয়দের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন রকমের পোস্টার হাতে ,আর স্লোগান মুখে নিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত ব্যক্তিরা।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রচারিত খবরের ভিডিওর একটি অংশ এদিন টুইটারে ট্রেন্ডে আসতে থাকে। যেখানে দেখা যায়, মোদীর সভার শুরু হওয়ার আগে বিভিন্ন স্লোগানে ফেটে পড়ছেন উপস্থিত প্রবাসী ভারতীয়রা। সেই সমস্ত স্লোগানের সমস্তটাই মোদীকে কুর্ণিশ জানিয়ে চড়া সুর তোলা হচ্ছে। তারই মধ্যে একটি স্লোগান ছিল 'মন্দিবর ওহি বনায়েঙ্গে, রাম লালা হাম আয়েঙ্গে' । এছাড়াও 'মোদী মোদী ' রবে ফেটে পড়ে হিউস্টনের এনআরজি স্টেডিয়াম।
एनआरजी स्टेडियम में लोगों ने 'जय श्रीराम' और 'मोदी-मोदी' के नारे लगाए #NaMosteAmerica #ModiInHouston #HowdyModi
— आज तक (@aajtak) September 22, 2019
देखिए @nishantchat के साथ #Houston से लाइव: https://t.co/fOz5QPkk43 pic.twitter.com/UPi57VPnZk
[ মোদী মুগ্ধ আমেরিকা, ভোট ব্যাঙ্ক বাড়ালেন ট্রাম্প, মার্কিন সংবাদ মহলে মিশ্র রিপোর্ট]
প্রসঙ্গত,২২ সেপ্টেম্বরের অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও উপস্থিত ছিলেন 'হাউডি মোদী'র আসরে। আর সেই অনুষ্ঠানেই রীতিমতো ঝড় তোলেন মোদী। মঞ্চে যখন তিনি ভাষণ দিচ্ছেন, তখন গোটা স্টেডিয়াম 'মোদী মোদী' স্লোগানে ফেটে পড়েছে। আর এমনই এক আয়োজনে 'মন্দির ওহি বনায়েঙ্গে' স্লোগানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রাসঙ্গিক হয়ে গিয়েছে।
[মোদীর চাণক্য নীতি! 'হাউডি মোদী'র জন্য কেন হিউস্টনকেই কেন বেছে নেওয়া হয় প্রধানমন্ত্রীর জন্য]