For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সামনে এলেন পাকিস্তানে অভিনন্দনকে চা খাওয়ানো ব্যাক্তি! ভারতীয় বীরকে নিয়ে কী বললেন তিনি?

Google Oneindia Bengali News

গতবছরের এই সময়ে পাকিস্তানে বন্দি অবস্থায় ছিলেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। পাকিস্তানের হেফাজতে থাকাকালীন অভিনন্দনের একটি ভিডিও ভাইরাল হয়, যা দেখে সারা দেশ তাঁর ঠান্ডা মাথা ও সাহসিকতার প্রশংসায় মুখর হয়ে যায়। পাশাপাশি পাকিস্তানের উপর চাপও বাড়তে থাকে অভিনন্দনকে ছেড়ে দেওয়ার বিষয়ে।

পাকিস্তানের চোখে চোখ রেখে কথা বলেছিলেন অভিনন্দন

পাকিস্তানের চোখে চোখ রেখে কথা বলেছিলেন অভিনন্দন

অভিনন্দনের ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গিয়েছিল পাক সেনা আধিকারিকরা একের পর এক প্রশ্ন করছেন অভিনন্দন। যার জবাবে অভিনন্দন বলছেন, 'আমি এই প্রশ্নের জবাব দেওয়ার এক্তিয়ার রাখি না।' এরপর দেশ জুড়ে উইং কমান্ডরের সাহসিকতা বাহবা কুড়োতে থাকে। শত্রুপক্ষের সামনাসামনি হয়ে যে ভাবে দৃঢ় গলায় অভিনন্দন চোখে চোখ রেখে কথা বলে তা অভূতপূর্ব ছিল।

চায়ের পেয়ালা হাতে দেখা যায় অভিনন্দনকে

চায়ের পেয়ালা হাতে দেখা যায় অভিনন্দনকে

সেই ভিডিওতেই দেখা গিয়েছিল যে একটি পেয়ালাতে চা খেতে খেতে পাক আধিকারিকদের জবাব দিচ্ছেন অভিনন্দন। এবার অভিনন্দনকে চা দেওয়া ব্যক্তি সামনে এলেন। পাক সাংবাদিক হামিদ মিরের নেওয়া একটি সাক্ষাৎকারে আনওয়ার আলি নামক সেই ব্যক্তিকে বলতে শোনা যায়, 'উনি (অভিনন্দন বর্তমান) তো আমাদের অতিথি ছিলেন।'

পাকিস্তানের এফ-১৬ গুঁড়িয়ে দিয়েছিল অভিনন্দন

পাকিস্তানের এফ-১৬ গুঁড়িয়ে দিয়েছিল অভিনন্দন

গতবছর বালাকোট অভিযানের একদিন পর, অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি সকাল ১১টা নাগাদ ভারতের আকাশসীমা লঙ্ঘন পাকিস্তান বায়ুসেনার ২৪টি বিমানের। তাতে ছিল ৮টি এফ-১৬ যুদ্ধবিমান। ভারতীয় বায়ুসেনার মিগ-২১ বাইসন, সুখোই-৩০এমকেআই ও মিরাজ-২০০০ যুদ্ধবিমান পাল্টা ধাওয়া করে। পাকিস্তানের একটি এফ-১৬ গুঁড়িয়ে দেন অভিনন্দন বর্তমান। তবে তাঁর বিমানকেও গুলি করে নামানো হয়। তিনি গিয়ে পড়েন পাকিস্তানিদের হাতে।

কূটনৈতিক চাপে অভিনন্দনকে ছাড়তে বাধ্য হয় পাকিস্তান

কূটনৈতিক চাপে অভিনন্দনকে ছাড়তে বাধ্য হয় পাকিস্তান

তিনদিন তাঁকে হেফাজতে রেখেছিল পাকিস্তান। পরে কূটনৈতিক চাপে (পাকিস্তান অবশ্য বলছে শান্তির বার্তা দিতে) তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয় পাকিস্তান। ১ মার্চ বিকেলেই উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ভারতের হাতে হস্তান্তর করার কথা ছিল। কিন্তু, দু'বার হস্তান্তরের সময় বদল করে পাকিস্তান। দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষে ওয়াঘা সীমান্ত দিয়ে ৯টা ২১ মিনিটে দেশের মাটিতে পা রাখেন উইং কমান্ডার।

English summary
man who served tea to abhinandan varthaman in pakistan said he was their guest
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X