For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুলিশের দিকে বিড়াল লেলিয়ে পাঁচ বছরের জেল

ঘটনাটি ২০১৮ সালের ৪ অক্টোবরের। ওই দিন অভিযুক্ত জেন্নাদি শারবোকভ পুলিশের ওপর বিড়াল ছুড়ে মেরেছিলেন। বুধবার সেই মামলার রায় দিয়েছেন স্থানীয় আদালত।

Google Oneindia Bengali News

রাশিয়ায় পুলিশের হাত থেকে বাঁচতে হামলার উপকরণ হিসেবে এক ব্যক্তি বিড়ালকে বেছে নিয়েছিলেন। এই অপরাধে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। রাশিয়ার রাজধানী মস্কোতে বুধবার এই রায় শোনানো হয়।

পুলিশের দিকে বিড়াল লেলিয়ে পাঁচ বছরের জেল

ঘটনাটি ২০১৮ সালের ৪ অক্টোবরের। ওই দিন অভিযুক্ত জেন্নাদি শারবোকভ পুলিশের ওপর বিড়াল ছুঁড়ে মেরেছিলেন। বুধবার সেই মামলার রায় দিয়েছেন স্থানীয় আদালত।

মামলাসূত্রে জানা যায়, ঘটনার দিন শারবোকভ একটি বাড়ির সিঁড়িতে বসে মদ্যপান ও বিরক্তিকর আওয়াজ করছিল। অভিযোগ পেয়ে সেখানে পুলিশ যায়।

তবে পুলিশের সঙ্গে কোনও ধরনের কথাবার্তা বলছিল না সে। এমন কী সেখান থেকে সরছিলও না ৫৯ বছর বয়সী ওই ব্যক্তি। একপর্যায়ে তিনি পাশে থাকা একটি বিড়াল তুলে পুলিশের ওপর ছুড়ে মারে। এই সময় বিড়ালের নখের আঘাতে ওই পুলিশ সদস্যের মুখে গভীর ক্ষত তৈরি হয়। পরে ওই ব্যক্তির বিরুদ্ধে সরকারি কর্মকর্তার ওপর হামলার অভিযোগে মামলা করা হয়।

যদিও এই অভিযোগ অস্বীকার করেছে জেন্নাদি শারবোকভ। তার দাবি, তিনি ছুড়ে মারেনি, বিড়ালটি নিজের ইচ্ছাতেই পুলিশের উপর ঝাঁপিয়ে পড়েছিল।

English summary
man sentenced to five years jail after using Cat to attack police in russia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X