For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নেপাল ভূমিকম্প : ৮০ ঘণ্টা আটকে থেকে, নিজের মূত্র পান করে জীবিত উদ্ধার এক যুবক

  • |
Google Oneindia Bengali News

কাঠমাণ্ডু, ২৯ এপ্রিল : ৮০ ঘণ্টা ধ্বংসস্তুপের মাঝে আটকে ছিলেন। আশেপাশে পড়ে ছিল খান তিনেক লাশ। খাবার-পানীয় বলতে কিছুই পাননি। ফলে নিজের মূত্র নিজেকেই পান করতে হয়েছে শুধুমাত্র বেঁচে থাকার জন্য।

<strong>নেপালের ঘটনা 'তুচ্ছ', 'গ্রেট হিমালয়ান ভূমিকম্প' আসা এখনও বাকি, বলছেন বিজ্ঞানীরা</strong>নেপালের ঘটনা 'তুচ্ছ', 'গ্রেট হিমালয়ান ভূমিকম্প' আসা এখনও বাকি, বলছেন বিজ্ঞানীরা

তিনি ঋষি খানাল, ২৮ বছরের যুবক নেপালে ভূমিকম্পে চাপা পড়ে তিনদিনের উপর কাটিয়েছেন। এরপর এদিন নেপাল ও ফরাসি উদ্ধারকারী দলের যৌথ প্রচেষ্টায় অবশেষে তাঁকে বাঁচানো সম্ভব হয়েছে। এবং বেঁচে ফিরে তিনি সর্বশক্তিমান ঈশ্বরকে অসীম ধন্যবাদ জানিয়েছেন।

নেপাল ভূমিকম্প : ৮০ ঘণ্টা আটকে থেকে, নিজের মূত্র পান করে জীবিত উদ্ধার এক যুবক


জানা গিয়েছে, ঋষি সেদিন দুপুরের খাওয়া শেষ করে কাঠমাণ্ডুর একটি সাততলা হোটেলের তিনতলায় উঠছিলেন। হঠাৎই চারিদিকে প্রবল কম্পন অনুভূত হয়। তিনি কিছু বুঝে ওঠার আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে হোটেলটি। কংক্রিটের তলায় চাপা পড়ে যান তিনি। তারপর শুরু প্রাণটা ধরে রাখার লড়াই।

তিনি জানিয়েছেন, যেখানে তিনি চাপা পড়েছিলেন সেখান থেকে বাইরে কোনও শব্দ যাচ্ছিল না। তাও তিনি জোরে জোরে শব্দ করছিলেন। অবশেষে উদ্ধারকারী জওয়ানেরা তাঁর আওয়াজ শুনতে পান এবং দীর্ঘ ৫ ঘণ্টা চেষ্টার পর ঋষিকে উদ্ধার করেন।

ঋষিকে চিকিৎসারত চিকিৎসক অখিলেশ শ্রেষ্ঠ জানিয়েছেন, শুধুমাত্র ইচ্ছাশক্তির জোরেই এযাত্রায় বেঁচে গিয়েছেন এই যুবক।

English summary
Man pulled alive from rubble 80 hours after Nepal earthquake
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X