For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খোরপোশের ৭ লক্ষ টাকা খরচ প্রাক্তন স্ত্রীকে 'খুচরো'য় শোধ করলেন স্বামী

প্রাক্তন স্ত্রীকে খোরপোশের টাকা দিতে হবে। আর সেজন্য নোটে না দিতে খুচরোতে সেই টাকা স্ত্রীর হাতে তুলে দিলেন এক ব্যক্তি।

  • |
Google Oneindia Bengali News

প্রাক্তন স্ত্রীকে খোরপোশের টাকা দিতে হবে। আর সেজন্য জব্বর চাল চাললেন তিনি। নোটে না দিতে খুচরোতে সেই টাকা স্ত্রীর হাতে তুলে দিলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ায়। সেদেশের এক সরকারি চাকুরে এই কাণ্ড করে খবরের শিরোনামে এসেছেন।

খোরপোশের ৭ লক্ষ টাকা খরচ প্রাক্তন স্ত্রীকে খুচরোয় শোধ করলেন স্বামী

দশ হাজার পাঁচশো ডলার বা ইন্দোনেশিয়ার মুদ্রায় ১৫৩ মিলিয়ন রুপিয়াকে ভারতীয় মুদ্রায় বদল করতে দাঁড়ায় ৭ লক্ষ ৩৫ হাজার টাকা। যার পুরোটাই খুচরোয় স্বামী শোধ করেছেন। এর মোট ওজন হয়েছে ৮৯০ কিলোগ্রাম।

এই ঘটনার পর আদালতেই ওই ব্যক্তি সুসিলারতো ও মহিলা হেরমি সেতয়োয়াতির আইনজীবীর মধ্যে হাতাহাতি বেঁধে যায়। সুসিলারতো তাঁর মক্কেলকে খুচরো দিয়ে অপমান করেছেন বলে অভিযোগ মহিলার আইনজীবীর।

[আরও পড়ুন: প্রতি কেজির দাম ৪০০০০ টাকা! চা তো নয় এক পেয়ালা গলানো সোনা][আরও পড়ুন: প্রতি কেজির দাম ৪০০০০ টাকা! চা তো নয় এক পেয়ালা গলানো সোনা]

যদিও সুসিলারতোর আইনজীবীর দাবি, ৯ বছরের বকেয়া মেটাতে সরকারি চাকুরে তাঁর মক্কেলের বন্ধু-আত্মীয়দের কাছে ধার করতে হয়েছে। যার ফলে এমনটা হয়েছে। তিনি নিজেও নাকি এত খুচরো দেখে বিস্মিত হয়েছিলেন। তবে এতে কাউকে অপমান করা উদ্দেশ্য নয়।

[আরও পড়ুন:ফেস রেকগনিশন বাধ্যতামূলক! আধার প্রমাণীকরণে জুড়ল অতিরিক্ত নিরাপত্তার স্তর ][আরও পড়ুন:ফেস রেকগনিশন বাধ্যতামূলক! আধার প্রমাণীকরণে জুড়ল অতিরিক্ত নিরাপত্তার স্তর ]

যদিও শেষ অবধি ৮৯০ কেজি খুচরো গ্রহণ করতে স্ত্রী বাধ্য হয়েছেন। আদালত খুচরো গুনে তা মহিলার হাতে তুলে দিতে কর্মীদের নির্দেশ দিয়েছে।

[আরও পড়ুন: সব রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলি কি এবার এক ছাতার তলায় আসবে! কী প্রস্তাব নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানের][আরও পড়ুন: সব রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলি কি এবার এক ছাতার তলায় আসবে! কী প্রস্তাব নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানের]

English summary
Man pays 153 million Indonesian Rupiah to wife in coins
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X