For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনের বাইরেও শুরু হল করোনা ভাইরাসে মৃত্যু

Google Oneindia Bengali News

এবার করোনা ভাইরাসের প্রকোপে মৃত্যুর ঘটনা চিনের বাইরে। ফিলিপিন কর্তৃপক্ষ জানিয়েছে যে চিনের হুবেই প্রদেশের উহান শহরের এক ৪৪ বছর বয়সী ব্যক্তি মারাত্মক নিউমোনিয়া আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। চিনের মূল ভূখণ্ডের বাইরে প্রায় ১৭টি দেশে এই ভাইরাসের সংক্রমণ দেখে দিলেও মৃত্যুর ঘটনা এই প্রথম।

চিনে মৃত্যু ৩০৪ জনের

চিনে মৃত্যু ৩০৪ জনের

করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু মিছিল অব্যাহত চিনে। শনিবার রাত পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৩০৪ জন মারা গিয়েছে বলে খবর মিলেছে। এরই মধ্যে চিনে থাকা ভারতীয়দের উদ্ধার করতে দ্বিতীয়বার উড়ল এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমান। দ্বিতীয় দফায় মোট ৩২৩ জন ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানা গিয়েছে। আজ ভোর ৩টে ৪৫ মিনিটে উহান থেকে রওনা দিনে দিল্লিতে বিমানটি অবতরণ করে সকাল ৯টা ৪৫ মিনিটে।

মালদ্বীপের ৭ জন নাগরিককে উদ্ধার ভারতীয় বিমানের

মালদ্বীপের ৭ জন নাগরিককে উদ্ধার ভারতীয় বিমানের

জানা গিয়েছে ভারতীয়দের পাশাপাশি চিনে থাকা ৭ জন মালদ্বীপের নাগরিককেও ভারতে নিয়ে এসেছে এয়ার ইন্ডিয়ার বিমানটি। এদিকে ৬জন ভারতীয়কে বিমানে উঠতে দেয়নি চিনের কর্তৃপক্ষ। তাদের জ্বর থাকার কারণে করোনা সংক্রমণের সন্দেহ প্রকাশ করা হয়। তাই তাদের বিমানে উঠতে দেওয়া হয়নি। বিমানে ওঠার আগে সব যাত্রীকেই ভালো ভাবে পরীক্ষা করে বিমানবন্দরে থাকা বিশেষজ্ঞ দল। সেই সময় এদের শরীরের তাপমাত্রা বেশি থাকায় এদের আটকানো হয় বলে খবর।

ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার দ্বিতীয় ঘটনা

ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার দ্বিতীয় ঘটনা

এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন আরও এক ভারতীয়। আজ সকালে দ্বিতীয় করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবরটি পাওয়া যায়। এর তিন দিন আগেই কেরলে প্রথম করোনা আক্রান্ত হওয়ার খবর বেরিয়েছিল। দ্বিতীয় করোনা আক্রান্ত হওয়ার ঘটনাটিও কেরলের। এই খবরের সত্যতা স্বীকার করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। জানা গিয়েছে আক্রান্ত ব্যক্তি এর আগে চিনে গিয়েছিলেন বেশ কয়েকবার। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সন্দেহে দিল্লির এইমস-এ ভর্তি করা হয়েছে ঋষিকেশের এক মহিলাকে।

English summary
man dies of coronavirus in philipines, first death outside china
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X