For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইফোনের ব্য়াটারিতে কামড় ব্যক্তির! কেন এমন করলেন, তারপরইবা কি হল দেখুন ভিডিওতে

ফোন কেনার আগে অনেকে অনেক খোঁজ খবর নিয়ে থাকেন একটি পোন সম্পর্কে। খুব জোর এবিষয়ে বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে নেন অনেকে। ত

  • |
Google Oneindia Bengali News

ফোন কেনার আগে অনেকে অনেক খোঁজ খবর নিয়ে থাকেন একটি পোন সম্পর্কে। খুব জোর এবিষয়ে বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে নেন অনেকে। তবে এসবের সীমা ছাড়িয়ে ঘটে গেল এক ঘটনা। ফোন কেনার সময় ব্যাটারির গুণগতমান পরীক্ষা করে নেওয়ার জন্য় , ফোনের ব্যাটারিই কামড়ে বসলেন এক ব্যক্তি।

আইফোনের ব্য়াটারিতে কামড় ব্যক্তির! কেন এমন করলেন, তারপরইবা কি হল দেখুন ভিডিওতে

ঘটনা চিনের। সেখানের এক ইলেকট্রনিকের দোকানে ফোনের ব্যাটারি কিনতে গিয়েছিলেন এক ব্যক্তি। পছন্দ হওয়া ব্যাটারি ঠিক কী না , তা জানতে আচমকা ফোনের ব্যাটারিটি কামড়ে বসেন ব্য়ক্তি। আর ততেই আইফোনের ব্য়াটারিটির বিস্ফোরণ হয়। আর বিস্ফোরিত হয় তাঁর মুখেই। সঙ্গে সঙ্গে সেটি হাতথেকে ছুঁড়ে পেলেদেন ওই ব্যক্তি। গোটা ঘটনাটি ধরা পড়েছে দোকানের সিসিটিভি ফুটেজে।


খেলা ধুলায় গোল্ড মেডেল জেতার পর , মেডেল কামড়াতে দেখা গিয়েছে অনেককে। তবে ব্যাটারিতে কামড় দিয়ে , তা পর্যবেক্ষণ এবং তার বিস্ফোরণের এই ঘটনা প্রথম। কখনও রাসায়নিকে ঠাসা ফোনের ব্যাটারি কামড়ানো উচিত নয়, বা মুখে দেওয়াও ভয়ঙ্কর হতে পারে। তবে আপাতত এই ঘটনার ফুটেজ ঘিরে চাঞ্চল্য় ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।

English summary
Man bites iPhone battery, but why, here is the details
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X