মা ঘ্যানঘ্যানে! তাই কুড়ুল দিয়ে মুণ্ডচ্ছেদ করল ছেলে
ওয়াশিংটন, ২ জানুয়ারি : মা বড্ড ঘ্যানঘ্যানে। তাই বিরক্ত হয়ে নতুন বছর শুরুর আগেই কুড়ুল দিয়ে মায়ের শিরচ্ছেদ করল ফ্লোরিডার এক যুবক। মার্কিন মিডিয়ার কথায় ওই ব্যক্তি সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত ছিল।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্য়ক্তির নাম ক্রিশ্চিয়ান জোস গোমস। বছর তেইশের কাছাকাছি। মাকে খুন করেছে বলে পুলিশের সামনে স্বীকার করে নিয়েছে ক্রিশ্চিয়ান। পিনেলাসের শেরিফ অফিস থেকে একটি বিবৃতিতে একথা জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রথম ওই মহিলার আত্মীয়রা পুলিশে খবর দেন। তারা পুলিশকে জানায় ক্রিশ্চিয়ান তাঁর মায়ের মাথা কেটে ধড় থেকে আলাদা করে দিয়েছে।
বাড়ির সামনেই একটি জঞ্জাল ফেলার ড্রামে মৃতদেহটি ফেলে সাইকেলে করে পালিয়ে যায় ক্রিশ্চিয়ান যাতে পুলিশ তাঁকে ধরতে না পারে।
মার্কিন মিডিয়াগুলির একাংশের দাবি ক্রিশ্চিয়ান সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত ছিল। তাঁর মা তাঁকে কয়েকটা বাক্স চিলেকোঠার ঘরে রাখার জন্য বারবার বলছিল। মায়ের ঘ্যানঘ্যান করায় বেজায় রেগে যায় ক্রিশ্চিয়ান এবং দুদিন ধরে পরিকল্পনা করে মাকে খুন করার।
ক্রিশ্চিয়ানের সঙ্গে, সে যে কুডু়ল দিয়ে মাকে হত্যা করেছে তাও বাজেয়াপ্ত করা হয়েছে।