For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা বন্দ্যোপাধ্যায় 'পাকিস্তান দরদী'! জম্মু ও কাশ্মীর ইস্যুতে পাক সাংবাদিকের চাঞ্চল্যকর দাবি

জম্মু ও কাশ্মীর ইস্যুতে পাক সাংবাদিকের একাধিক দাবি

  • |
Google Oneindia Bengali News

পুলওয়ামায় পাকিস্তান আশ্রিত জঙ্গিদের নৃশংস হামলার পর ভারত ২৬ ফেব্রুয়ারি ভোর রাতে পাকিস্তানের আকাশ সীমায় ঢুকে হামলা চালায় বালুচিস্তানের জঙ্গি ঘাঁটিতে । সেখানে কয়েকশ' জঙ্গিকে নিকেশ করা হয় বলে ভারতীয় প্রশাসনিক সূত্রে দাবি করা হয়। যদিও আদৌ সেখানে জঙ্গি নিকেশ হয়েছে, কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ অনেকেই। সেই সময় পাাকিস্তানের সংবাদমাধ্যমও কয়েকজন ভারতীয় রাজনীতিবিদদের এমন দাবিকে তুলে ধরে। এরপর ফের একবার পাকিস্তানের সংবাদমাধ্যমে উঠে এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। সঙ্গে ছিল প্রশস্তি বাক্য!

পাক সাংবাদিকের বক্তব্য মমতাকে নিয়ে


পাকিস্তানের এক সংবাদমাধ্যমে কাশ্মীর ইস্যুতে চলছিল আলোচনা। সেই সময়ে সেদেশের বিখ্যাত সাংবাদিক মুশাহিদ হুসেন দাবি করেন, ' আমাদের এই ইস্যুকে (কাশ্মীর) অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। এটা লম্বা লড়াই। ভারত একটা বড় দেশ। সেদেশ থেকে অনেক মানুষই আমাদের দরদী। অরন্ধতী রায়, মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস পার্টি, কমিউনিস্ট পার্টি, দলিত পার্টি রা আমাদের দরদী। (ওঁদের) গোটা দেশটা মোটেও মোদীর সঙ্গে নেই। '

মুশাহিদ হুসেন আসলে কে?

মুশাহিদ হুসেন আসলে কে?


পাকিস্তানের একজন সাংবাদিক হিসাবেই কেবলমাত্র মুশাহিদ হুসেন বিখ্যাত নন। তিনি একজন নামী রাজনীতিবিদ ও পাকিস্তানের জিও স্ট্র্যাটেজিস্ট হিসাবেও পাকিস্তানের বুকে বেশ সমাদৃত ব্যক্তিত্ব। এবার তাঁর মুখ থেকে মমতার প্রশস্তি রীতিমতো প্রাসঙ্গিক হয়ে উঠছে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে।

 ১৫ অগাস্ট ' কালা দিবস' পাকিস্তান!

১৫ অগাস্ট ' কালা দিবস' পাকিস্তান!


৩৭০ ধারা কাশ্মীর থেকে অবলুপ্তির পর পাকিস্তান প্রশাসন ঠিক করেছে ১৪ অগাস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসের দনি তাঁরা 'কাশ্মীর সহমর্মিতা দিবস' হিসাবে পালিত হবে। অন্যদিকে , ১৫ অগাস্ট যেদিন ভারতের স্বাধীনতা দিবস, সেই দিনটি পাকিস্তানে 'কালা দিবস' হিসাবে পালিত হতে চলেছে।

English summary
Mamata Banerjee called as Pakistani Sympathizer by Pak Journalist, see details .When asked by the news anchor about how will the miseries of those in Kashmir end, Hussain said that India is a large nation and not everyone supports Prime Minister Narendra Modi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X