For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাস্তব জীবনের স্পাইডারম্যান! শিশুকে উদ্ধার করে ফ্রান্সের নাগরিকত্ব পেলেন যুবক

চার বছরের শিশুকে উদ্ধার করে ফরাসি নাগরিকত্ব পেলেন মালির ২২ বছরের এক যুবক। উত্তর প্যারিসের একটি বহুতলের পাঁচতলার লেজ থেকে বছর চারেকের এক শিশু ঝুলছিল।

Google Oneindia Bengali News

চার বছরের শিশুকে উদ্ধার করে ফরাসি নাগরিকত্ব পেলেন মালির ২২ বছরের এক যুবক। উত্তর প্যারিসের একটি বহুতলের পাঁচতলার লেজ থেকে বছর চারেকের এক শিশু ঝুলছিল। মালির যুবক মামুদ গাসামা স্পাইডারম্যানের কায়দায় সেখানে উঠে ওই শিশুটিকে উদ্ধার করেন।

বাস্তব জীবনের স্পাইডারম্যান! শিশুকে উদ্ধার করে ফ্রান্সের নাগরিকত্ব পেলেন যুবক

পুরো উদ্ধারকাজ ভিডিওবন্দি হয়। সোশ্যাল মিডিয়ায় নিমেষেই তা ভাইরাল হয়ে যায়। তাঁর সঙ্গে দেখা করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ। মালির যুবক মামুদকে ফরাসি নাগরিকত্ব দেওয়ার কথা ঘোষণা করেন প্রেসিডেন্ট। একইসঙ্গে দেশের দমকল বাহিনীতে এই যুবককে কাজ দেওয়া হবে বলে জানিয়েছেন।

পাঁচতলার লেজ থেকে ঝুলছে বছর চারেকের এক শিশু। ভয়ে কাঁদছে সে। অপর দিকে সেই দৃশ্য দেখে উদ্ধারের এগিয়ে যায় এক কৃষ্ণকায় যুবক। পাঁচতলার ব্যালকনির দিকে একেবারে স্পাইডারম্যানের কায়দায় এগিয়ে যায় সে। শিশুটিকে কোলে তুলে নিতেই আবাসনের নিচ থেকে হাততালি। সাহসিকতার জন্য মামুদ গাসামাকে মেডেল তুলে দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। অন্যদিকে প্যারিসের মেয়র অ্যান ইদালগো মামুদকে ১৮ শতকের স্পাইডারম্যান বলে বর্ণনা করেছেন।

প্রাণ হাতে নিয়ে বছর খানেক আগে মালি থেকে নৌকায় ইউরোপে গিয়েছিলেন মামুদ গাসামা। আশ্রয় পেয়েছিলেন ফ্রান্সে। শনিবার রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দৃশ্য দেখে শিশুর উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন তিনি।

English summary
Mali's youth gets French citizenship after rescuing a child from Paris
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X