For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আদালত ও সরকারের দ্বন্দ্বে আরও ঘনীভূত মালদ্বীপ সঙ্কট

মালদ্বীপে সরকার সুপ্রিম কোর্টের সম্ভাব্য অভিসংশন অর্ডারকে প্রতিরোধের জন্য সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছে বলে খবর পাওয়া গেছে।

  • By Bbc Bengali

মালদ্বীপ, রাজনীতি
AFP
মালদ্বীপ, রাজনীতি

মালদ্বীপের প্রেসিডেন্টের অভিশংসন বা গ্রেপ্তারে সুপ্রিম কোর্টের পদক্ষেপ রুখতে সেনাবাহিনীকে সরকারের নির্দেশ দিয়েছে সেদেশের সরকার।

দেশটির প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনকে অভিশংসন বা গ্রেপ্তারে সুপ্রিম কোর্টের যে কোনো পদক্ষেপ ঠেকানোর আহ্বান জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।

এদিকে রবিবার রাতে বিরোধীদের একটি মিছিল আদালত প্রাঙ্গণ পর্যন্ত সমবেত হয়।

আরও পড়ুন একজনের মাথা, আরেকজনের দেহ: ভুয়া পর্নো

গণজাগরণ মঞ্চ এখন কোথায়? কি করছে?

এর আগে সন্ত্রাসবাদের অভিযোগে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের বিচারকে শুক্রবার অবৈধ ঘোষণা করে সুপ্রিম কোর্ট ও বিরোধী দলের ১২জন সংসদ সদস্যকে মুক্তির আদেশ দেয়।

তারপরই এই সঙ্কটের শুরু হয়।

সরকারও পাল্টা পদক্ষেপে সংসদের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্যে বন্ধ ঘোষণা করে।

মালদ্বীপ, রাজনীতি
Reuters
মালদ্বীপ, রাজনীতি

দেশটির অ্যাটর্নি জেনারেল মোহামেদ অনিল বলেছেন প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনকে আটকের যে কোন পদক্ষেপই হবে অবৈধ।

তিনি রবিবার যখন সংবাদ সম্মেলন করছিলেন তখন তার পাশেই ছিলেন দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান এবং পুলিশ প্রধান।

মিস্টার ইয়ামিনকে অভিশংসন বা গ্রেপ্তারে সুপ্রিম কোর্টের যে কোনো পদক্ষেপ রুখে দেবার ঘোষণা দেয়া হয় সে সংবাদ সম্মেলনে।

মি. অনিল বলেন, "আমরা তথ্য পেয়েছি যে এমন কিছু হতে পারে যেটি জাতীয় নিরাপত্তা সংকট তৈরি করবে"।

এছাড়া এক যৌথ বিবৃতিতে প্রতিরক্ষা বাহিনী ও পুলিশের পক্ষ থেকে সরকারকে সমর্থনের আশ্বাস দেয়া হয়।

মালদ্বীপ, রাজনীতি
AFP/GETTY
মালদ্বীপ, রাজনীতি

এদিকে রাতে বিরোধী পক্ষের একটি মিছিল জড়ো হয় আদালত প্রাঙ্গণে।

সেখানে সম্প্রতি মুক্তির আদেশ পাওয়া রাজনৈতিক নেতাদের মুক্তি কার্যকর করার দাবী জানানো হয়।

সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হতে সরকারের প্রতি আহ্বানও থাকে সে সমাবেশে।

ওদিকে বিরোধী মালদিভিয়ান ডেমোক্র্যাটিক পার্টির একজন মুখপাত্র হামিদ আব্দুল গাফুর বলেছেন পুলিশ প্রধান বিচারপতিসহ দুজন বিচারককে ঘুষের অভিযোগ তুলে আটকের চেষ্টা করেছে।

এদিকে শ্রীলংকায় নির্বাসনে থাকা সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ আদালতের নির্দেশ না মানাকে অভ্যুত্থানের সাথে তুলনা করেছেন।

তিনি সরকার ও প্রেসিডেন্টকে পদত্যাগের আহবান জানিয়েছেন।

আরও পড়ুন বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া অর্থ ফিরে আসবে কবে?

কুলভূষণ র'-এর গুপ্তচর, বললো ভারতেরই পত্রিকা!

English summary
Maldives orders army to resist any Supreme Court impeachment order
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X